স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৯ ডিসেম্বর:
মহুয়া মৈত্রের বিরুদ্ধে ধিক্কার মিছিল করল নদিয়ার সাংবাদিকরা। আজ কৃষ্ণনগর পোস্ট অফিসের মোড় থেকে এক বিক্ষোভ মিছিল শুরু হয়ে জেলাশাসকের দপ্তরে গিয়ে শেষ হয়। সাংবাদিকদের এক প্রতিনিধি দল জেলাশাসকের দপ্তরে তৃণমূলের নদিয়া জেলা সভাপতি মহুয়া মৈত্রের বিরুদ্ধে এক স্মারকলিপি জমা দেন। যা জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হয়।
প্রসঙ্গত, গত ৬ ডিসেম্বর মহুয়া মৈত্র তাঁর দলের গোষ্ঠী কোন্দলের কথা যাতে বাইরে প্রকাশ না পায় তার জন্য “দু পয়সার সাংবাদিক” বলে কটুক্তি করে গয়েশপুরের কর্মী সভা থেকে সাংবাদিকদের বের করে দেওয়ার জন্য দলীয় কর্মীদের নির্দেশ দেন। এরপর এই ঘটনার জন্য সাংবাদিকদের তরফ থেকে তাকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার কথা বলা হয়। কিন্তু তিনি সেটা না করে টুইটারে আবার সাংবাদিকদের অপমান করেন। এরই প্রতিবাদে আজ নদিয়া জেলার সাংবাদিকরা এক বিক্ষোভ মিছিল করে জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে মহুয়া মৈত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।