হাওড়ায় সাংবাদিক আক্রান্ত, কড়া প্রতিক্রিয়া বিজেপি’র

আমাদের ভারত, ৩১ মার্চ: হাওড়ায় দাঙ্গার খবর সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিক আক্রান্ত হয়েছেন। শুক্রবার তার কড়া প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি।

দলের পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত পর্যবেক্ষক অমিত মালব্য সংশ্লিষ্ট আহত সাংবাদিকের ছবি-সহ টুইটারে লিখেছেন, “টাইমস নাউ নবভারতের রিপোর্টার কুন্দন সিং হাওড়ায় দাঙ্গার খবর নিতে গিয়ে টিএমসি গুন্ডাদের হাতে আক্রান্ত হয়েছেন। এটি একটি সুপরিকল্পিত আক্রমণ। শুধু রামনবমীর শোভাযাত্রা নয়, দাঙ্গার খবর নিতে যাওয়া প্রচারমাধ্যমও আক্রান্ত হল। জনতা, রাজনৈতিক সুরক্ষার আশ্বাস দিয়েছে, দায়মুক্তির সাথে কাজ করছে।”

Kundan Singh, Times Now Navbharat reporter, covering riots in Howrah, attacked by TMC goons… This is a well planned attack, not just on the Ramnavami Shobha Yatra but also media, which is covering the riots… The mob, assured of political protection, is operating with impunity.

*Amit Malviya*, Co-Incharge West Bengal

দলের সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ শুক্রবার ‘পশ্চিমবঙ্গে আক্রান্ত গণতন্ত্র’ শিরোনামে টুইটারে লিখেছেন, “রাম নবমীর খবর কভার করতে যাওয়া টাইমস নাউয়ের সাংবাদিককে গাড়ি থেকে বার করে মারা হয়েছে আজ, গাড়িও ভাঙ্গচুর করা হয়েছে। এই সব ঘটনা থানার সামনে ঘটলেও পুলিশ আগাগোড়া নিষ্ক্রিয় ছিল।

সাধারণ মানুষ, পুলিশ, দুধের শিশু, বৃদ্ধ, মহিলা, সাংবাদিক, চিকিৎসক, শিক্ষক কেউ সুরক্ষিত নয় এই রাজ্যে।” গাড়ি ভাঙ্গচুরের ছবিও দিয়েছেন দিলীপবাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *