আমাদের ভারত, ব্যারাকপুর, ২৪ সেপ্টেম্বর: লোকসভা ভোটের পূর্বে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিকের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়িত করার পথে হাঁটলেন তিনি।
সাংসদ পার্থ ভৌমিক বলেছিলেন তিনি কাউকে চাকরি দিতে পারবেন না, কিন্তু চাকরি পাওয়ার পদ্ধতি বুঝিয়ে দিতে পারবেন। সেইমতো মঙ্গলবার দুপুরে উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর মহকুমার নৈহাটি পৌরসভার কাছে অবস্থিত ঐকতান মঞ্চে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রাইসের সঙ্গে সাংসদ পার্থ ভৌমিকের যৌথ উদ্যোগে নৈহাটি বিধানসভা গৌরীপুর অঞ্চলে নৈহাটি বিধানসভা তথা ব্যারাকপুর শিল্পাঞ্চলের মেধাবী অথচ আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্র ছাত্রীদের ভবিষ্যতের চাকরি পাওয়া সুনিশ্চিত করার লক্ষ্যে একটি প্রশিক্ষণ কেন্দ্র তৈরির ঘোষণা করা হলো।
এদিন ঘোষণা করা হলেও ইতিমধ্যেই এই প্রকল্প বাস্তবায়িত করার জন্য একটি আবাসন তৈরি করার কাজ শুরু হয়ে গেছে। এইখান থেকে অন্যন্য চাকরি প্রার্থীদের সঙ্গে মেধাবী অথচ আর্থিক দিক থেকে স্বচ্ছল নয় এমন চাকরিবপ্রার্থীদের স্বল্প ব্যয়ে চাকরির প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানালেন সাংসদ পার্থ ভৌমিক।