মেদিনীপুরের তৃণমূলের জয়েন্ট পলিটিক্স সেমিনার

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর,  ২৩ আগস্ট: যুব সমাজকে রাজনীতিতে টানতে ভোট কুশলী প্রশান্ত কিশোর জয়েন্ট পলিটিক্স চালু করেছেন। এই কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার মেদিনীপুরের জেলা পরিষদের সভাকক্ষে এক সেমিনারের আয়োজন করা হয়।সেমিনারে মেদিনীপুর, খড়্গপুর ছাড়াও বেলদা, ডেবরা, শালবনি, দাসপুর, ঘাটালের যুবক – যুবতীরা উপস্থিত ছিলেন। 

জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি, জেলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ চক্রবর্তী, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা তাঁদের বলেন , বাংলার বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে বাংলাকে নেতৃত্ব দিচ্ছেন তাকে আরো উন্নততর দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হাজার হাজার যুবক যুবতী প্রয়োজন। যাঁরা নিজের নিজের এলাকায় হবে আগামী দিনের তৃণমূলের মুখ। রাজ্যের একটা বড় অংশের যুবক যুবতী রাজনীতি থেকে মুখ ফিরিয়ে রেখেছে। তাঁদের মূলত রাজনৈতিক কর্মকান্ডে যুক্ত করাই এই কর্মসূচির লক্ষ্য বলে জানান অজিত মাইতি। 
এদিন সেমিনার শেষে কয়েকশ যুবক যুবতী তৃণমূলে যোগ দেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি অজিত মাইতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *