DA, Bankura, বকেয়া ডিএ’র দাবিতে বাঁকুড়ায় জয়েন্ট মুভমেন্ট ফোরামের বিক্ষোভ

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৩১ জুলাই: বকেয়া ডিএ প্রদান সহ কয়েক দফা দাবিতে জয়েন্ট মুভমেন্ট ফোরামের পক্ষ থেকে রাজ্যজুড়ে পালিত হচ্ছে দাবীপক্ষ। তারই পরিপ্রেক্ষিতে আজ ৩১ জুলাই বাঁকুড়া কালেক্টরেটে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

রোপা ২০০৯- এর ডিএ বাবদ বকেয়া প্রাপ্যর ২৫ শতাংশ দেওয়ার সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল রাজ্য সরকার তা কার্যত অমান্য করেছে। এরই প্রতিবাদে এবং AICPI অনুযায়ী বকেয়া সহ ডিএ প্রদান, সপ্তম পে কমিশন গঠন, সরকারি সকল শূন্য পদে স্বচ্ছ এবং স্থায়ী নিয়োগের সাথে অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

এই কর্মসূচিতে বক্তব্য রাখেন সার্ভিস ডক্টরর্স ফোরামের সাধারণ সম্পাদক ডক্টর সজল বিশ্বাস, ডব্লিউবিপিটি- এর পক্ষ থেকে দীনবন্ধু বিদ্যাভূষণ, বিপিটিএ- র পক্ষ থেকে স্বপন গরাই এবং পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে বিশ্বজিৎ ঘোষ। বক্তারা কর্মচারী, শিক্ষক, ডাক্তার, নার্স এবং পেনশনারদের উপর যে আর্থিক বঞ্চনা চলছে সে বিষয়ে সরব হোন, সেই সঙ্গে দাবিগুলো নিয়ে রাজ্যব্যাপী দীর্ঘস্থায়ী ও তীব্র আন্দোলনের আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *