আশিস মণ্ডল, বীরভূম, ১৫ ফেব্রুয়ারি: ডিএ নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করছেন জয়েন্ট বিডিও। এই সন্দেহের বসে শাসক দলের রোষানলের মুখে পড়লেন জয়েন্ট বিডিও। তাঁকে অফিসেই ঢুকতে দেওয়া হল না। অফিসে ঢুকতে না পেরে ছুটির আবেদন করে ফিরতে হয় জয়েন্ট বিডিও দেবাশিস কুমার বর্মণকে। ঘটনাটি ঘটেছে বীরভূমের ইলামবাজার বিডিও অফিসে।
ইলামবাজার ব্লকের জয়েন্ট বিডিও দেবাশিস কুমার বর্মন বলেন, “সোমবার ব্লকের কর্মচারীদের নিয়ে একটা বৈঠক করেছিলাম। সেখানে ডিএ সহ বেশ কিছু দাবিদাওয়া নিয়ে আলোচনা হয়েছে। রাজ্যজুড়ে আমাদের এই বৈঠক চলছে। সেখানে আলোচিত দাবি দাওয়া আমরা সরকারের কাছে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। এতেই আমি শাসক দলের কর্মাধ্যক্ষদের টার্গেট হয়ে গিয়েছি। আমি বুধবার সকাল ১০ টা ৪৫ মিনিট নাগাদ অফিসে ঢুকতে গেলে কয়েকজন কর্মাধ্যক্ষ বাধা দেন। তারা জানিয়ে দেয় দেরি করে আসার জন্য ঢুকতে দেওয়া হবে না। আমি পুনরায় ঢোকার চেষ্টা করলে খাদ্য কর্মাধ্যক্ষ ফজলুল রহমান জানিয়ে দেন আমাকে ছুটি নিয়ে আজকের দিন অফিস ছাড়তে হবে। আমি বাধ্য হয়ে ছুটির দরখাস্ত করে অফিস থেকে চলে যাই। তবে আমাদের কর্মচারী সংগঠনের এই বৈঠক সর্বত্র হচ্ছে। শুধুমাত্র আমি টার্গেট হয়ে গেলাম”।
অন্যদিকে ইলামবাজার ব্লকের তৃণমূলের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ফজলুল রহমানের দাবি, নিত্যদিন সময়ে অফিস আসেন না জয়েন্ট বিডিও। অথচ তিনি ইলামবাজারেই থাকেন। তাই সরকারি কাজ ব্যাহত হচ্ছে। সেইজন্য তাকে অফিসে ঢুকতে দেওয়া হয়নি”।