আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২৫ আগস্ট: মুর্শিদাবাদ জেলাতে ফের বিরোধী শিবিরে ভাঙন ধরাল তৃণমূল। মঙ্গলবার বিকেলে কান্দি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কান্দি ব্লক তৃণমূল কার্যালয়ে সামনে এই যোগদান কর্মসূচি পালন করা হয়। যশোহরি আনুখা দুই অঞ্চল ও আন্দুলিয়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এবং কান্দি পৌর ও কান্দি প্রাথমিক শিক্ষকরা তৃণমূলে যোগদান করেন। উপস্থিত ছিলেন কান্দি পৌরসভার প্রশাসক অপূর্ব সরকার, কান্দি ব্লক তৃণমূল সভাপতি পার্থ প্রতিম সরকার, প্রশাসক সদস্য অজয় বড়াল সহ স্থানীয় তৃণমূল নেতৃত্বরা। ২০২১ বিধানসভা নির্বাচনের আগে এই যোগদানের ফলে তৃণমূল কংগ্রেসের শক্তি বৃদ্ধি হল কান্দি ব্লকে।

