অমরজিৎদে, ঝাড়গ্রাম, ৮ নভেম্বর: কেন্দ্রীয় সরকারের বাংলার প্রতি বঞ্চনা অভিযোগে সাঁকরাইলে ধিক্কার মিছিল করল তৃণমূল। রবিবার সাঁকরাইল ব্লকের রোহিনী বাসস্ট্যান্ড থেকে শিবমন্দির পর্যন্ত ১.৫ কিলোমিটার মিছিল করল তৃণমূল। মিছিলের শেষে রোহিনী বাসস্ট্যান্ডে বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান করন ঝাড়গ্রাম জেলা তৃণমূলের এস টি সেলের সভাপতি রবীন টুডু।
মিছিল শেষে কর্মী সম্মেলন হয়। সেই কর্মী সম্মেলনে ঝাড়গ্রাম জেলা বিজেপির যুব মোর্চা সাধারণ সম্পাদক কপিল মান্না সহ ৫০ টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলের যোগদান করে– এমনই দাবি তৃণমূলের। যোগদানকারীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন ঝাড়গ্রাম জেলা তৃণমূলের যুব সভাপতি সান্তনু ঘোষ, সাঁকরাইল ব্লক তৃণমূল সভাপতি কমলাকান্ত রাউৎ। সাঁকরাইল ব্লক তৃণমূল সভাপতি কমল কান্ত রাউৎ বলেন, বিজেপি একটি মিথ্যাবাদী ও ধাপ্পাবাজ দল তাই তাদের বিরুদ্ধে মানুষকে সতর্ক করতে আজকে আমরা এই মহা মিছিল করলাম।