সাথী দাস, পুরুলিয়া, ৩০ আগস্ট: পুরুলিয়া জেলায় প্রতিদিনই হয় তৃণমূল নয় বিজেপিতে যোগদান চলছে। আবার একই দিনে দুই শিবিরই যোগদানপর্ব সভা করছে। আজ সকালেই নিতুড়িয়াতে সংখ্যালঘু বেশকিছু পরিবার বিজেপিতে যোগ দেয়। আর দুপুরেই বাঘমুন্ডি ও কাশীপুর বিধানসভা এলাকায় বিজেপিতে বড়সড় ভাঙন ধরাল তৃণমূল।
পুরুলিয়ার কাশীপুর বিধানসভার ৯৬টি পরিবার আনুষ্ঠানিকভাবে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলো স্থানীয় বিধায়ক স্বপন কুমার বেলথরিয়ার হাত ধরে। কাশিপুর বিধানসভা ও কাশিপুর ব্লকের সোনাথলী অঞ্চলের কুমারডি সংসদের ২২টি পরিবার, কালাপাথর সংসদের ৪ টি পরিবার, ক্রোশ জুড়ি সংসদের ১৮ টি পরিবার, রঘুনাথপুর (পাবড়া ২নম্বর) সংসদের ৯টি পরিবার লাড়া সংসদের ২টি পরিবার, কুলতোড়া সংসদের ১০টি পরিবার, সোনাথলী সংসদের ১০টি পরিবার ও আরো অন্যান্য ১৪টি পরিবার সহ মোট ৯৬ টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল বলে জেলা তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে।

অন্যদিকে, এদিন পুরুলিয়ার রাঁচি রোডে তৃণমূলের কার্যালয়ে গিয়ে যোগদান করলেন জয়পুরের বিজেপির নেতা শঙ্কর নারায়ণ সিং দেও ও কংগ্রেস নেতা চঞ্চল মৈত্র। তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি গুরুপদ টুডু,জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় ও মন্ত্রী শান্তিরাম মাহাতো। যোগদান করে বিজেপি নেতা শঙ্কর নারায়ণ সিং দেও বলেন, বিজেপির দলটি দুর্নীতিগ্রস্ত দল, একেবারে গোষ্ঠীদ্বন্দ্বের জেরবার। তাই সেই দল ছেড়ে তৃণমূলে যোগদান করলাম।
বাঘমুন্ডি ব্লকের বুড়দা-কালিমাটি অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের ডাকে বুড়দা হাই স্কুল মাঠে “বাংলার যুবশক্তি” কর্মসূচি শেষে কংগ্রেস, ফরওয়ার্ড ব্লক ও বিজেপি ছেড়ে দল থেকে ১৫০টি পরিবার তৃণমূলে যোগদান করলেন। ওই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা তৃণমূল সভাপতি় গুরুপদ টুডু, পুরুলিয়া জেলা সভাধিপতি সুজয় ব্যানার্জি, জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি সুশান্ত মাহাতো ও জেলা পরিষদ সদস্যা নমিতা সিং মুড়া , সুবোধ কুমার ও জেলা নেতৃত্ব ।

