জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৬ জুলাই:
খড়্গপুর গ্রামীন থানা এলাকার বেশ কিছু পরিবার আজ রবিবার তৃণমূলে যোগদান করেছে বলে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল সূত্রে জানা গেছে। এদিন খড়্গপুর এক নম্বর ব্লকের কলাইকুন্ডা বায়ু সেনা চত্বরের সামনে তৃণমূলের একটি দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়। সেই অনুষ্ঠানে খড়গপুর এক নম্বর ব্লকের বিভিন্ন গ্রাম থেকে আসা বিজেপি ও সিপিএম দলের কর্মী সর্মথকরা তৃণমূলে যোগদান করেন বলে জেলা তৃণমূল নেতা নির্মল ঘোষ জানিয়েছেন। জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি, বিধায়ক দীনেন রায়, নির্মল ঘোষ ওমর চক্রবর্তী তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন।