Sharmistha, Bankura, ‘শিরদাঁড়া বিক্রি নেই’ লেখা গেঞ্জি গায়ে পরীক্ষা দিল চাকরিহারা শর্মিষ্ঠা

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৪সেপ্টেম্বর: একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হলো বাঁকুড়ায়। বাঁকুড়া জেলায় ২৫টি কেন্দ্রে ১১ হাজারের কিছু বেশি পরীক্ষার্থী রয়েছে।পরীক্ষা কেন্দ্রে এবার অ্যাডমিট কার্ড, জলের স্বচ্ছ বোতল ও বোর্ড এবং কলম নিয়ে প্রবেশ করতে দেওয়া হয়েছে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে ছিল পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। শিক্ষক নিয়োগের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার ওপর জোর দিয়েছে প্রশাসন। এদিন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারাও পরীক্ষা দেন।

বাঁকুড়ার চাকরিহারা শিক্ষিকা শর্মিষ্ঠা দুয়ারী রীতিমতো ‘শিরদাঁড়া বিক্রি নেই’ লেখা কালো গেঞ্জি গায়ে বাঁকুড়া খ্রিস্টান কলেজে পরীক্ষা দিতে আসেন। উল্লেখ্য, গত ২০১৬ এসএসসি দিয়ে চাকরি পেয়েছিলেন শর্মিষ্ঠা। কিন্তু নিয়োগ দুর্নীতি মামলায় বহু শিক্ষক, শিক্ষিকার মত চাকরি হারাতে হয় তাঁকেও।আদালতের নির্দেশে ন’ বছর পর শিক্ষক নিয়োগের পরীক্ষা ফের নিতে হচ্ছে স্কুল সার্ভিস কমিশনকে। গত সপ্তাহের রবিবার ছিল, নবম-দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষা। আজ রবিবার ছিল একাদশ-দ্বাদশের পরীক্ষা। অনেকেই নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষায় বসেছেন। বাঁকুড়ার শর্মিষ্ঠা দুয়ারি নবম-দশমের পরে একাদশ-দ্বাদশের পরীক্ষাতেও বসেন।

তিনি জানান যে পরীক্ষায় বসলেও, প্রতিবাদ থেকে তিনি সরছেন না। গত সপ্তাহের রবিবার দিন ‘হোক প্রতিবাদ’ লেখা গেঞ্জি পরে পরীক্ষা দিতে এসেছিলেন শর্মিষ্ঠা। তিনি বলেন, এই সরকার তাদের অন্যায়ের বিরুদ্ধে নতুন লড়াই করতে শেখাল। তাই ‘হোক প্রতিবাদ’ লেখা পোশাক পরে আগের রবিবার এসেছিলাম। এবার বলছেন, মেধার ভিত্তিতে চাকরি পেয়েও যাঁদের চাকরি গিয়েছে, তারা শিরদাঁড়া সোজা রেখেই পরীক্ষা দিতে আসছেন। কারণ, শিরদাঁড়া বিক্রি নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *