আমাদের ভারত,২৮ জানুয়ারি: সিএএ ও মোদী সরকারের বিরোধিতায় নেমে এবার জঙ্গি আফজল গুরুকেও নির্দোষ বলে দাবি করে বসলেন জেএনইউয়ের এক স্বঘোষিত ছাত্রনেত্রী। একই সঙ্গে সরকার ও সুপ্রিম কোর্টের প্রতি নিজেদের অনাস্থার কথাও জনসম্মুখে সোচ্চারে ঘোষণা করলেন তিনি।
স্বঘোষিত ছাত্রনেত্রীর বিতর্কিতই ভিডিও ফুটেজ টুইটারে পোস্ট করেছেন বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র। ভিডিওতে শোনা যাচ্ছে সংসদ হামলার অন্যতম চক্রি আফজাল গুরুকে নির্দোষ বলে দাবি করছেন আফরিন ফাতিমা নামে ওই ছাত্রী। ভিডিওতে ওই ছাত্রীকে বলতে শোনা যাচ্ছে, “আমরা সিএএ ও এনআরসির বিরুদ্ধে বিরোধ প্রদর্শন করছি। আমরা কাউকে ভরসা বা বিশ্বাস করতে পারছি না। ভারত সরকার সুপ্রিম কোর্ট কোনোটাতেই আমাদের আস্থা রাখতে পারছি না। এই সুপ্রিম কোর্টের নির্দেশেই আফজল গুরুর ফাঁসির সাজা হয়েছে। এখন শোনা যাচ্ছে আফজাল গুরু দোষী ছিল না। আবার এই আদালতই প্রমান থাকা সত্বেও রাম মন্দির বানানোর নির্দেশ দিয়েছে। এদের থেকে আমরা কিছুই আশা করি না।”
अब उस नापाक शरजील इमाम के बाद जरा इस मोहतरमा को भी सुन लीजिए-
“हमें किसी पे भरोसा नहीं है”
“इस Supreme Court पर भी विश्वास नहीं”
अफ़ज़ल गुरु निर्दोष था
रामजन्मभूमि पर मस्जिद बनना था …दोस्तों इतने ज़हर की खेती(वो भी mass manufacturing) इन कुछ ही दिनो में तो नहीं हुआ होगा?? pic.twitter.com/S6IWU22gKo
— Sambit Patra (@sambitswaraj) January 26, 2020
টুইটারে ভিডিওটি পোস্ট করে ছাত্রনেত্রীর এই বক্তব্যের প্রতিবাদ করেছেন সম্বিত পাত্র। তবে ছাত্রনেত্রী কোথায় দাঁড়িয়ে এই মন্তব্য করে এখনোও জানা যায়নি।
প্রসঙ্গত উল্লেখ্য, কয়েকদিন আগেই শাহিনবাগে জেএনইউ প্রাক্তনী শারজিল ইমামের বক্তব্যের একটি ভিডিও পোস্ট করেছিলেন সম্বিত পাত্র। সেখানে শারজিল উত্তর-পূর্ব রাজ্যগুলিকে ভারত থেকে বিচ্ছিন্ন করার ডাক দিয়েছিল। তারপর থেকেই শারজিলকে পুলিশ খুঁজছে। তার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা রুজু হয়েছে। বিহারে শারজিলের বাড়ি থেকে তার ভাই পরিবারের আরও এক সদস্যকে আটক করেছে পুলিশ।