আমাদের ভারত, ৪ আগস্ট: বিজেপি নেতারা বারবার দাবি করেন, তৃণমূল সরকার হিন্দু বিরোধী সরকার। মহরমের কারণে দুর্গা প্রতিমা বিসর্জনের দিন পিছিয়ে দেওয়ার মতো তৃণমূল সরকারের সিদ্ধান্ত উদাহরণ হিসেবে তুলে ধরে তারা সরব হন। এবার আরো একটি ঘটনার ভিডিও পোস্ট করে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার রাজ্যের তৃণমূল সরকারকে হিন্দু বিরোধী বলে নিশানা দাগলেন। অভিযোগ করলেন, সুলতানি আমলের মতো তৃণমূল আমলেও হিন্দুদের জিজিয়া কর দিতে হচ্ছে।
ভারতে সুলতানি আমলে জিজিয়া কর লাগু করা হয়েছিল। এই কর কেবল হিন্দুদের উপর আরোপ করা হয়েছিল। হিন্দুদের তীর্থকর হিসেবে পরিচিত ছিল এই জিজিয়া কর। সুলতানি আমলের সেই জিজিয়া কর তৃণমূল আমলেও হিন্দুদের উপর আরোপ করা হয়েছে বলে অভিযোগ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। শ্রাবণ মাসে তারকেশ্বরে ভগবান শিবের মাথায় জল ঢালতে যান লক্ষ লক্ষ হিন্দু পুন্যার্থি। সেখানে
বৈদ্যবাটীর নিমাই তীর্থ ঘাট থেকে তারকেশ্বর ধামের উদ্দেশ্যে যাওয়া শিবভক্ত পুণ্যার্থীদের থেকে জনপ্রতি ১০ টাকা করে “ফি” আদায় করছে পশ্চিমবঙ্গ সরকার। অর্থাৎ গঙ্গা স্নান করতে ১০ টাকার টিকিট কাটতে হচ্ছে পুন্যার্থীদের। নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। সেখানে দেখা যাচ্ছে তারকেশ্বরের উদ্দেশ্যে যাওয়া এক পুন্যার্থী ১০ টাকার টিকিট কেটে ঘাটে ঢুকছেন বলে দাবি করছেন।
ওই পোস্টে সুকান্ত মজুমদার লিখেছেন, “পবিত্র গঙ্গাস্নানেও হিন্দু বিরোধী তৃণমূল সরকারের জুলুমবাজি চলছে।”
তিনি জানিয়েছেন, বৈদ্যবাটী নিমাই তীর্থ ঘাট থেকে তারকেশ্বর ধামের উদ্দেশ্যে যাত্রা করা শিবভক্ত পুণ্যার্থীদের থেকে জনপ্রতি ১০ টাকা করে “ফি” আদায় করছে পশ্চিমবঙ্গ সরকার।
এই ঘটনার বিরুদ্ধে সরব হয়ে কেন্দ্রীয় মন্ত্রী লিখেছেন, “হিন্দুদের ধর্মীয় আচারে এমন জোরপূর্বক অর্থ আদায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ধর্মবিরোধী ও মৌলবাদ পোষক মানসিকতার নগ্ন বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই নয়।”
তিনি প্রশ্ন তোলেন, “এটা কি নিছক অর্থ আদায়ের অজুহাত, নাকি বাঙালি হিন্দুদের উদ্দেশ্যে একটি নিঃশব্দ বার্তা যে, এখন থেকে পশ্চিমবঙ্গে হিন্দুদের ধর্মাচরণও কর আদায় সাপেক্ষ।”