‘জেহাদিরা মারধর করেছে, তাদের গ্রেপ্তার করতে হবে’, ধর্মীয় মঞ্চ থেকে হুঁশিয়ারী শুভেন্দু অধিকারীর

আমাদের ভারত, নন্দীগ্রাম, ২৯ ডিসেম্বর: নন্দীগ্রামে বজরংবলীর পুজো উপলক্ষে পদযাত্রা শেষে মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, যে জিহাদিরা ভুতার মোড়ে বিজেপি কর্মীদের মারধর করেছে তাদের গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার না করলে অন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়ে বলেন, শুভেন্দু অধিকারী এগারো সালের আগেও মানুষকে নিয়ে আন্দোলন করেছে, শুভেন্দু অধিকারী মানুষকে নিয়ে আন্দোলন করতে জানে।

নন্দীগ্রামে বজরংবলীর পুজো উপলক্ষে আজ একটি অরাজনৈতিক শোভাযাত্রার আয়োজন করা হয় এই শোভাযাত্রায় আসার পথে বহু বিজেপি কর্মী সমর্থক আক্রান্ত হন তাদের মারধর করা হয়েছে। সেই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, জেহাদিরা মারধর করেছে। তাদের গ্রেফতারের দাবি জানান তিনি। হুঁশিয়ারি দিয়ে বলেন যদি পুলিশ ব্যবস্থা না নেয় তাহলে কি করতে হয় তা শুভেন্দু অধিকারী জানে।

তিনি বলেন, আমার যে রাজনৈতিক মত পথ ছিল তা আমি পরিবর্তন করেছি। আমি এখানে রাজনৈতিক কথা বলবো না। এরপর বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী মঞ্চ থেকে ব্রাহ্মণ্য ধর্ম এবং হিন্দু ধর্মের পক্ষে জোরালো সওয়াল করেন। শুভেন্দু অধিকারী মঞ্চ থেকে বলেন, আমি যখন এমএলএ দিলাম মন্ত্রী ছিলাম মানব ধর্ম পালন করেছি। আমরা কখনো জাত বর্ণ ধর্ম আলাদা করে দেখিনি। তিনি আরো বলেন, এখনও আমার ভাত যাদের পেটে আছে তারা আমাকে গালি দিচ্ছে। ওদের কোনও দোষ নেই, ওই তোলাবাজ ভাইপোর অফিস থেকে বলে দিয়েছ তাই ওরা করছে। আমি বলি, আমি ভোটের দিন প্রমাণ করে দেবো আমি নন্দীগ্রামের মানুষের পাশে আছি কি না। তিনি আরো বলেন, এসব বলে লাভ নেই তারা ধর্ম করতে আসছিল তারা বিজেপি, কি সিপিএম, কি তৃণমূল কি কংগ্রেস আমার জানা নেই। তারা ধর্ম করতে আসছিল তারা আক্রান্ত হয়েছে। এই আক্রমণ আমরা মেনে নেব না। তিনি মঞ্চ থেকে হুঁশিয়ারি দিয়ে বলেন শুভেন্দু অধিকারী জানে কি করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *