আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৮ জানুয়ারি: এ রাজ্যের জঙ্গলমহলকে ভারতীয় সংবিধানের পঞ্চম তফসিলে অন্তর্ভুক্তি করার এবং স্বশাসিত পরিষদ গঠনের দাবিতে আজ বৃহস্পতিবার ঝারগ্রাম শহরের জামদা সার্কাস ময়দানে একটি জনসভার ডাক দেয় ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। সভার মূল বক্তা ছিলেন ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন। এছাড়াও জনসভায় বক্তব্য রাখেন সেখানকার পরিবহনমন্ত্রী চম্পাই সরেন, দলের কেন্দ্রীয় সচিব বিনোদ পান্ডে। মঞ্চে উপস্থিত ছিলেন দলের মহাসচিব সুপ্রিয় ভট্টাচার্য, পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি পরেশ মারান্ডি এবং ঝাড়খণ্ডের ৫ জন বিধায়ক। এদিন জনসভায় যোগ দেওয়ার কথা ছিল শিবু সরেনের। কিন্তু তিনি আসতে পারেননি বলে দলীয় সূত্রে জানাগেছে। এই সমাবেশের আগে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার পক্ষ থেকে একটি প্রচারপত্র বিলি করা হয়েছে। প্রচারপত্রে এরাজ্যের ৬ টি জেলার ৭৪ টি ব্লক নিয়ে যে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ রয়েছে তা স্বশাসিত জঙ্গলমহল পরিষদ হিসেবে গড়ে তোলার দাবি জানানো হয়েছে। এর পাশাপাশি নতুন শিক্ষানীতি এবং কৃষি বিলের বিরোধিতা করা হয়েছে।
জনসভায় হেমন্ত সরেন বলেন, পশ্চিমবাংলার জঙ্গলমহলের মানুষ সরকারি সুযোগ-সুবিধা ঠিকমতো পাচ্ছে না। জঙ্গলমহলে উন্নয়নের সঠিক দিশা নেই। বেকার সমস্যা সমাধানের এবং কর্মসংস্থানের চেষ্টা করা হয়নি। কেন্দ্রে বিজেপি সরকার ভুল কৃষি আইন এনেছে এবং কেন্দ্রীয় শিক্ষানীতিও ত্রুটিপূর্ণ। তাই আমরা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার পক্ষ থেকে ওই আইনের বিরোধিতা করছি।