পার্থ খাঁড়া, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৯ মার্চ: সাংসদ পদের মেয়াদ শেষ হওয়ার আগেই বিজেপি ছাড়লেন ঝাড়গ্রামের বিজেপি সাংসদ কুনার হেমব্রম। শুক্রবার ঝাড়গ্রাম জেলা বিজেপির সভাপতি তুফান মাহাতোকে চিঠি দিয়ে বিজেপি ছাড়ার বিষয়টি জানান সাংসদ। মেয়াদ শেষ হওয়ার আগেই বিজেপি সাংসদদের দল ছাড়াকে কেন্দ্র করে নানান রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে।
যদিও দল ছাড়ার প্রসঙ্গে রাজনৈতিক কোনো কারণ না দেখিয়ে ব্যক্তিগত কারণকেই দায়ী করছেন কুনার হেমব্রম। শনিবার কুনার হেমব্রম বলেন, “এটা অভিমানের ব্যাপার নয়, আমার কিছু ব্যক্তিগত কারণের জন্য আমি আর দলে কাজ করতে চাইছি না।” বিজেপি এখনো ২২টি আসনে প্রার্থী ঘোষণা করেনি, ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রেও প্রার্থী ঘোষণা করা হয়নি, যদি প্রার্থী তালিকায় আপনার নাম থাকে তাহলে আপনি কী করবেন? প্রশ্ন করা হলে কুনার বাবু বলেন,”এখন আর আমার সেই মানসিকতা নেই, প্রার্থী হওয়ার মত। এখনো তো ২২টি লোকসভা আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি। প্রার্থী তালিকায় আমার নাম থাকলেও থাকতে পারে, কিন্তু আমি আর সেই জায়গায় যেতে চাইছি না।”