জেলাশাসকের অফিসের সামনে বিক্ষোভকারী ৯ জন সরকারি কর্মচারীকে গ্রেপ্তার করল ঝাড়গ্রামের এসডিপিও অনিন্দ্য সুন্দর ভট্টাচার্য

আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১০ মার্চ: ঝাড়গ্রামের জেলাশাসকের অফিসের বাইরে ধর্মঘটের সমর্থনে গেট বন্ধ করে বিক্ষোভ প্রদর্শনকারী সরকারি কর্মচারীদের ছত্রভঙ্গ করে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করল ঝাড়গ্রামের এসডিপিও অনিন্দ্য সুন্দর ভট্টাচার্য। শুক্রবার সকাল ১০টা থেকে ঝাড়গ্রাম জেলাশাসকের মেন গেটে ধর্মঘটের সমর্থনে বিক্ষোভ দেখাতে থাকে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন স্তরের সরকারি কর্মচারীরা।

ঘটনাস্থলে পৌঁছায় ঝাড়গ্রামের এসডিপিও অনিন্দ্য সুন্দর ভট্টাচার্য, সঙ্গে বিশাল পুলিশ বাহিনী। তারপরে ছত্রভঙ্গ করে ৯ জনকে গ্রেফতার করে পুলিশ। এদিন সকাল থেকেই ধর্মঘটের প্রভাব পড়েছে বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়। পরে অবশ্য ঝাড়গ্রামের জেলাশাসকের কার্যালয়, ঝাড়গ্রামের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়, ঝাড়গ্রাম পৌরসভায়, শিক্ষা দপ্তরের ডিআই অফিস সহ একটি একাধিক সরকারি প্রতিষ্ঠানে ধর্মঘটের সমর্থনে বিক্ষোভ প্রদর্শন করে সরকারি কর্মচারীরা।

সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য সমীর বেরা বলেন, “ধর্মঘটের সমর্থনে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম। পুলিশ জোড়পূর্বক আমাদের ৯ জন সদস্যকে গ্রেফতার করেছে। বিষয়টি আমরা আমাদের রাজ্য নেতৃত্বকে জানিয়েছি। আমাদের দাবি একটাই, যাদের গ্রেফতার করা হয়েছে তাদের বিনা শর্তে মুক্তি দিতে হবে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *