প্রজাতন্ত্র দিবস ও নেতাজি জয়ন্তীতে মাও অধ্যুষিত এলাকায় নাশকতা এড়াতে রেললাইনে কড়া নজরদারি ঝাড়গ্রাম রেল পুলিশের

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২২ জানুয়ারি: ২৩শে জানুয়ারি এবং ২৬শে জানুয়ারিকে সমনে রেখে মাওবাদী অধ্যুষিত এলাকাগুলিতে কড়া সতর্কতা রেল পুলিশের। খড়্গপুরের পর থেকে টাটা পর্যন্ত গোট এলাকাটাই মাওবাদী অধ্যুষিত। একাধিক নাশকতার ঘটনাও ঘটছে এই এলাকায়। সেই দিকে নজর রেখে খড়্গপুরের পর থেকে সমস্ত স্টেশনে স্পেশাল ড্রাইভ শুরু করছে রেল পুলিশ। সাথে বোম স্কোয়াডের টিম ও স্নিফার ডগ। আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা রেলের তরফে। যাতে কোনো রকমের নাশকতা না ঘটাতে পারে দুষ্কৃতীরা। তার জন্য কড়া ব্যবস্থাপ নেওয়া হয়েছে রেলের তরফে।

স্টেশন চত্ত্বর, রেল ট্র্যাক সমস্ত কিছুই কুকুর ও মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করছেন রেল পুলিশের আধিকারিকরা।পাশাপাশি প্ল্যাটফর্মে যে সমস্ত যাত্রীরা ট্রেন ধরতে আসছেন তাদের লাগেজও চেক করে দেখা হচ্ছে। অপর দিকে জেলা পুলিশের পক্ষ থেকেও চলছে বিভিন্ন জায়গায় নাকা চেকিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *