অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১ ডিসেম্বর: চিকিৎসক প্রিয়াঙ্কা রেড্ডির নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে সামিল ঝাড়গ্রাম জেলাবাসী। প্রিয়াঙ্কা রেড্ডির ধর্ষকদের চূড়ান্ত শাস্তির দাবিতে এবং নারী নিরাপত্তার জন্য ঝাড়গ্রাম শহরের শিবমন্দির মোড়ে শিশুকন্যাকে নিয়ে ধরনায় বসলেন বাবা রবীন প্রামানিক।
হায়দ্রাবাদে ঘটে যাওয়া ঘটনার নিন্দা জানিয়ে এবং মৃত চিকিৎসক প্রিয়াঙ্কা রেড্ডির ধর্ষণ ও খুনের জন্য দায়ী অপরাধীদের কঠোর শাস্তির দাবিতে রবিবার সকালে ঝাড়গ্রাম শহরের শিবমন্দির মোড়ে শিশুকন্যাকে নিয়ে ধরনায় বসেছিলেন বাবা রবীন প্রামানিক। ছোট মেয়েটির হাতের প্ল্যাকার্ডে লেখা আছে হে আমার ভারত মহান কত দিদি এভাবে মরবে। এবার কী আমাদের পালা? অন্যদিকে রবিবার সন্ধ্যায় গোপীবল্লভপুরের হাতিবাড়ি মোড় থেকে গোপীবল্লভপুরের বাস স্ট্যান্ড মোমবাতি জ্বালিয়ে মিছিল করলেন গোপীবল্লভপুরের ব্যবসায়ী সমিতির সদস্যরা ও শুভবুদ্ধি সম্পন্ন কিছু মানুষ।