অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১১ এপ্রিল : করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে রাজ্যজুড়ে চলা লকডাউনে মানুষ গৃহবন্দি। কিন্তু করোনা যুদ্ধে মানুষের মনোবল অটুট রাখতে শনিবার বিকেলে গানের মধ্যে দিয়ে প্রচারমুখী অভিযানের উদ্যোগ নিল ঝাড়গ্রাম জেলা পুলিশ। এদিন ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের গোবিন্দ মন্দির রোড ও হাতিবাড়ি মোড়ে গানে গেয়ে মানুষকে বাড়ি থেকে না বেরোনোর পরামর্শ দেন। মানুষকে সচেতন করতে সম্মিলিতভাবে তারা সুর তোলেন “ও করোনা আর এসো না আমাদের এই ঝাড়গ্রামে”। আবার কখনো সুর তুললেন “বিশেষজ্ঞরা যা বলছেন তা শুনে চলুন, অযথা ফেক নিউজে কান দেবেন না”। ” সব সময় নিজেদের মধ্যে দূরত্ব বজায় রাখুন, সাবান দিয়ে বারবার হাত ধোবেন”। আবার কখনো সুর তোলেন আমাদের মধ্যে আছে প্রত্যয় “আমরা করব জয় নিশ্চয়’। আবার কখনো বা সেই পরিচিত গান ‘উই শ্যাল ওভার কাম’। সেই সঙ্গে চলে হাত তালি। এভাবেই করোনা সচেতনতার পাশাপাশি মানুষের মনে আশা জোগাচ্ছে ঝাড়গ্রামে জেলা পুলিশ ও গোপীবল্লভপুর থানার পুলিশ। আজ গোপীবল্লভপুরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে পুলিশের পক্ষ থেকে এভাবেই ছড়িয়ে দেওয়া হয় গানের মধ্য দিয়ে সচেতনতা বার্তা।