অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৮ ডিসেম্বর: সেই ভাবে এখনো পর্যন্ত শীত পড়েনি আর এই কুয়াশা দীর্ঘদিন দেখেননি ঝাড়গ্রামের সমস্ত এলাকার মানুষজন। কিন্তু আজ ভোর থেকেই লক্ষ্য করা যায় ঘন কুয়াশা। বেলা যত বাড়ছে কুয়াশায় পরিমাণ যেন ততই বাড়ছে। কয়েক ফুট দূরের জিনিস স্পষ্ট দেখা যাচ্ছে না, বাধ্য হয়েই লাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করতে হচ্ছে। বনধের জন্য বড় গাড়ি নেই। রাস্তায় ছোট গাড়ি যে কয়েকটা চলছে, হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। সাধারণ মানুষজন– যাদের রোজ কাজে বেরোতে হয় তাদের কিছুটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এদিন ঝাড়গ্রামের বেশিরভাগ ব্যস্ত রাস্তা জনমানবশূন্য বললেই চলে।