অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৬ এপ্রিল : করোনার সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন। আর এই পরিস্থিতিতে ঘরে বসেই সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রতিবাদ ও আন্দোলনে সামিল হলেন ঝাড়গ্রাম জেলার বিজেপি নেতা কর্মীরা। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রবিবার বিজেপির ঝাড়গ্রাম জেলা সভাপতি সুখময় সৎপতি সহ অন্যান্য নেতা কর্মীরা হাতে ব্যানার ধরে, মুখে মাস্ক বেঁধে গৃহবন্দি অবস্থায় অবস্থান বিক্ষোভ করেন। অন্যদিকে ঝাড়গাম জেলার প্রতিটি মন্ডলে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হল।

এ বিষয়ে ঝাড়গ্রাম জেলার সভাপতি সুখময় সৎপতি বলেন, রাজ্যে করোনা তথ্য লুকিয়ে রেখে সাধারণ মানুষকে ধোকা দেওয়া হচ্ছে। রেশন নিয়ে প্রতিনিয়ত দুর্নীতি করে চলেছে তৃণমূলের নেতা মন্ত্রীরা। বিজেপি এপি এমএলএ ও কর্মীরা ত্রাণ দিতে গেলে তাদের বাধা দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় দলের সঙ্গে অসহযোগিতা করা হচ্ছে। তাঁদের কাজ করতে দেওয়া হচ্ছে না।


