সাথী দাস, পুরুলিয়া, ১৫ জানুয়ারি: নিরাপত্তার চাদরে ঝালদা শহর। সোমবার বেলা ১১ টায় ঝালদা পৌরসভায় পুরপ্রধান নির্বাচন অনুষ্ঠিত হবে। অনেক জটিলতার পর ঝালদা পৌরসভায় আজ নতুন পৌর প্রধান নির্বাচনের দিন ধার্য করেছে কলকাতা হাইকোর্ট। সব মিলিয়ে জটিল থেকে জটিলতার পরিস্থিতি তৈরি হয়েছে জেলার এই প্রান্তিক শহরে।

পুর প্রধান নির্বাচনকে কেন্দ্র করে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে আজ থেকেই ঝালদা পৌরসভাকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। রয়েছে বিশাল পুলিশ বাহিনী। পৌরসভার ২০০ মিটার এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। এলাকায় চলছে জোরদার পুলিশি টহল। থমথমে এলাকা। তৃণমূল কংগ্রেসের হাত থেকে ঝালদা পৌরসভা দখল নেওয়ার সুযোগ থাকছে কংগ্রেস জোটের।
১২ আসন বিশিষ্ট ঝালদা পৌরসভার একদিকে কংগ্রেস এবং নির্দল মিলিয়ে ৭ জন, অন্যদিকে শাসক দল তৃণমূলের পক্ষে ৫ জন। সাত পাঁচের এই লড়াইয়ে ঝালদা শহরে তৈরি হয়েছে নাটকীয় পরিবেশ। এখন শেষ হাসি হাসবে কে? সেদিকে তাকিয়ে সারা জেলার রাজনৈতিক মহল।

