আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২ ডিসেম্বর: বেপরোয়া অটো চালানোর প্রতিবাদ করলে এক যুবককে মারধর। এর প্রতিবাদে সোমবার বিকেলে প্রায় দেড় ঘণ্টা উত্তর ২৪ পরগণায় পেট্রাপোল সীমান্তের হরিদাসপুর এলাকায় যশোর রোড অবরোধ করে গ্রামবাসীরা। এর ফলে পণ্য বোঝাই ট্রাক গুলি আটকে পড়ে। এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। ঘটনা স্থলে পুলিশ গিয়ে উত্তেজনা সামাল দেয়। অভিযুক্ত অটো চালককে গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়।
স্থানীয় সূত্রের খবর, এদিন একটি বেপরোয়া অটো চালক একটি বাইক আরোহীকে ধাক্কা দেয়। বাইক আরোহী প্রতিবাদ করলে তাঁর বাইকের চাবি কেড়ে নিয়ে তাকে মারধর করে অটো চালক এমনই অভিযোগ। এরপর স্থানীয় যুবক সুজিত রায় অটো চালককে বোঝাতে গেলে তাকেও মারতে উদ্যোগী হয়। এর প্রতিবাদে গ্রামবাসীরা যশোর রোড অবরোধ করেন।
অবরোধকারীদের অভিযোগ, যশোর রোড দিয়ে প্রতিদিন কয়েক হাজার পণ্য বোঝাই ট্রাক যাতাযাত করে। এমনিতেই রাস্তার চওড়া কম থাকায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। তারপরে বেপরোয়া ভাবে চলে অটো। প্রতিদিন দুর্ঘটনার শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে।