রাজ্যে পঞ্চম বীরভূমের লোহাপুরের জেনিফার

আশিস মণ্ডল, রামপুরহাট, ৩ জুন: মাধ্যমিকে বীরভূম জেলায় প্রথম স্থান অধিকার করল লোহাপুরের জেনিফার রহমান। রাজ্যে পঞ্চম স্থান অধিকার করেছে সে। তার প্রাপ্ত নম্বর ৬৮৯।

নলহাটি ২ নম্বর ব্লকের চারুবালা উচ্চবালিকা বিদ্যালয়ের ছাত্রী জেনিফার রহমান। বাবা আবু জাহের রানা বারা ১ নম্বর অঞ্চলের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। পাশাপাশি তিনি আবার বীরভূম জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ। মা ওয়াহিদা খানাম চারুবালা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী। বাড়িতে পড়াশোনার পরিবেশ ছিল পুরদমে। এই সাফল্যের পিছনে সব থেকে বড় ভূমিকা রয়েছে মা এবং দাদু। একই ব্লকের ভবানিপুর প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক দাদু আব্দুস সালাম। মাধ্যমিকে জেনিফার ছয় জন গৃহ শিক্ষক ছিলেন।

বাংলার গৃহ শিক্ষক নোটন প্রামানিক বলেন, “আমি একেবারে ছোট থেকে ওর পাশে ছিলাম। প্রথমত ওদের পরিবারের সকলেই শিক্ষিত। বাড়ির প্রত্যেকে শিক্ষকতা করেন। মা ও দাদু বেশি গাইড করতেন। ওকে পড়িয়ে আমি বুঝতে পেরেছিলাম মাধ্যমিকে ভালো ফল করবেই। আমাদের আশা পূরণ করেছে জেনিফার।”
বাবা আবু জাহের রানা বলেন, “জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ হওয়ায় আমাকে প্রায়দিন সিউড়ি অফিসে যেতে হত। ফলে ওকে আমি সময় দিতে পারতাম না। তবে আমার অভাব পূরণ করে দিয়েছে আমার বাবা আব্দুস সালাম। মেয়ের এই সাফল্যে আমরা গর্বিত।” গর্বিত মা ওয়াহিদা খানামও। বলেন, “মেয়ের সাফল্যে আমরা খুশি। এখন মেয়ে যে বিষয় নিয়ে পড়তে চাইবে সেখানেই তাকে ভর্তি করব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *