আত্রেয়ী নদীতে তলিয়ে মৃত্যু সেনা জওয়ানের, দেখা নেই পুলিশের, বালুরঘাটের পরানপুরে জাতীয় সড়ক অবরোধ বাসিন্দাদের

আমাদের ভারত, বালুরঘাট, ১৮ নভেম্বর: আত্রেয়ী নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। উদ্ধার হয়নি দেহ। পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ বাসিন্দারা দেখালেন জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ। সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় বালুরঘাটের পরানপুর এলাকায়। পর্যাপ্ত ডুবুরির অভাবে নদী থেকে দেহ উদ্ধার না হওয়ায় বালুরঘাট-গাজোল ৫১২ জাতীয় সড়ক অবরোধ রেখে বিক্ষোভ চালিয়েই যায়। পুলিশ পৌছেও পরিস্থিতি স্বাভাবিক করতে পারেনি।

পুলিশ জানায় মৃত ওই জওয়ানের নাম গোবিন্দ গোলে ওরফে রাজা। নেপালের বাসিন্দা ওই জওয়ান অসমে কর্মরত ছিলেন। বোল্লা মেলা উপলক্ষ্যে বালুরঘাটে শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছিলেন তিনি। এদিন বিকেলে নদীতে স্নান করতে গিয়ে একটি নৌকা থেকে গভীর জলে ঝাঁপ দেন তিনি। তাঁর কিছুক্ষণ পর নদীর পারের মানুষজনকে সাহায্যের জন্য আবেদন জানান গোবিন্দ। যারপরে মুহুর্তেই জলে তলিয়ে যান তিনি। বাসিন্দারা অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে পুলিশে খবর দেন। ঘটনার দীর্ঘক্ষণ পর পুলিশ পৌঁছালেও দেহ উদ্ধার করতে সক্ষম হয়নি। ঘটনার জেরে রাস্তায় নেমে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বাসিন্দারা।

এলাকার বাসিন্দা অনুপ মল্লিক ও জয়ন্ত সরকাররা জানিয়েছেন, শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছিলেন কেন্দ্রীয় বাহিনীর ওই জওয়ান। এদিন নদীতে স্নানের সময় নৌকা থেকে গভীর জলে ঝাঁপ দেন তিনি। তার পরেই নদীর জলে তলিয়ে যান তিনি। এলাকায় উপস্থিত সকলে অনেক খোঁজাখুঁজির পরেও তাঁর সন্ধান পায়নি। পুলিশ উদ্ধার কাজে হাত না লাগানোয় তারা রাস্তা অবরোধ করেছেন। যতক্ষণ নদী থেকে দেহ তোলা না হবে, ততক্ষণ চলতেই থাকবে তাদের বিক্ষোভ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *