অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৩০আগস্ট:
বৈষ্ণবীয় ভাবাদর্শের অন্যতম পীঠস্থান ঝাড়গ্রাম জেলার শ্রীপাট গোপীবল্লভপুরের রাধাগোবিন্দ জীউ মন্দিরে চারশো বছরের প্রাচীন রীতি মেনে রাতভর অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে জন্মাষ্টমী ব্রত। এদিন সন্ধ্যা থেকে জন্মাষ্টমী উপলক্ষে রাধাগোবিন্দ জীউ মন্দির চত্বর একপ্রকার উৎসব মুখর হয়ে উঠে।
জন্মাষ্টমী ব্রত পালনের জন্য শ্রী পাট গোপীবল্লভপুরের ভক্তরা সকাল থেকে একে একে মন্দির চত্বরে জড়ো হতে থাকেন। শুরু হয় শ্রীমন্দিরে পুজো। উপস্থিত হন মহন্ত মহারাজ কৃষ্ণ কেশবানন্দ দেব গোষ্মামী। মহন্ত মহারাজ এর উপস্থিতিতে কৃষ্ণের জন্ম মুহূর্ত পালনের আগে শ্রীপাট গোপীবল্লভপুরের রাধাগোবিন্দ জীউ মন্দির সমেত গুপ্ত বৃন্দাবনের মধ্যে থাকা সমস্ত কৃষ্ণের মূর্তি দুধ, মধু দিয়ে স্নান করানো হয়। শুরু হয় মন্দির চত্ত্বরে হরিনাম সংকীর্তন, যা সারারাত ধরে চলবে।
উল্লেখ্য, গোপীবল্লভপুর হল বৈষ্ণবীয় ভাব এবং আদর্শের একটি উল্লেখযোগ্য জায়গা। এখানকার মানুষ এখনো প্রাচীন ধর্মীয় রীতিনীতি খুব আবেগের সাথে পালন করে থাকেন। পাশাপাশি শ্রী পাট গোপীবল্লভপুরের গুপ্ত বৃন্দাবন তথা রাধাগোবিন্দ জীউ মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে বছরের সমস্ত ধর্মীয় রীতিনীতি নিষ্ঠার সঙ্গে পালন হয়ে থাকে। সেই মতো করে রাধাগোবিন্দ জীউ মন্দিরে পালিত হল ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত।