সাথী দাস, পুরুলিয়া, ১৬ জানুয়ারি: জঙ্গলমহলের কৃষ্টি ও সংস্কৃতিকে উপস্থাপন করে পুরুলিয়ায় শুরু হল দুই দিনের জঙ্গলমহল উৎসব। আজ পুরুলিয়া শহরের মানভূম ভিক্টরিয়া স্কুল ময়দানে ৭ম বর্ষ এই জঙ্গলমহল উৎসব আয়োজিত হয়েছে। প্রদীপ উজ্জ্বলন করে উৎসবের শুভ সূচনা করেন মন্ত্রী সন্ধ্যারানী টুডু, জেলাশাসক অভিজিৎ মুখার্জি, জেলা পরিষদ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা।
এদিন জঙ্গলমহল উৎসবে পুরুলিয়ার বিভিন্ন সাংস্কৃতিক নাচ গান প্রদর্শিত হয়। এছাড়াও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতের তৈরি জিনিসপত্র ও পুরুলিয়ার ঐতিহ্য জেলাবাসীর কাছে তুলে ধরার জন্য ২০টি স্টল বানানো হয়। সেখানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে স্বনির্ভর গোষ্ঠীর সদস্য সদস্যাদের খাদ্য সামগ্রী, বিভিন্ন ধরণের বীজ, চালের পিঠে, মিষ্টি সহ বিভিন্ন জিনিস বিক্রির জন্য রয়েছে। রয়েছে পর্যটন দপ্তরের বিভিন্ন পর্যটন স্থানের বৈচিত্র প্রদর্শন এবং জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের পোস্টার প্রদর্শনী স্টল।