বুধবার থেকে ঝাড়গ্রামে শুরু হচ্ছে জঙ্গলমহল উৎসব

পার্থ খাঁড়া, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৭ জানুয়ারি: জঙ্গলমহল উৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোরকদমে। কিন্তু এবার গতবারের মতো উৎসবের জৌলুস থাকছে না। রাজ্যস্তরীয় জঙ্গলমহল উৎসব নয়, হচ্ছে জেলাস্তরীয় জঙ্গলমহল উৎসব। ৮ দিন ধরে নয়, চলবে তিন দিন ধরে। এছাড়া, রাজ্যের বিভিন্ন জেলা থেকে লোকশিল্পীদের আগমন আর হচ্ছে না রয়েছে শুধু স্থানীয় লোকশিল্পীরা।

জেলা প্রশাসনের দাবি, স্থানীয় লোকশিল্পীদের গুরুত্ব বাড়াতে, স্থানীয় লোকশিল্পীদের সকলের কাছে তুলে ধরার জন্য জেলাস্তরীয় জঙ্গলমহল উৎসবের বিশেষ গুরুত্ব রয়েছে। ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল কুমার আগারওয়ালা জানিয়েছেন, “জানুয়ারির ১৮, ১৯, ২০ তারিখ এই তিন দিন ধরে অনুষ্ঠিত হচ্ছে জঙ্গলমহল উৎসব। রাজ্যের ৯টি জেলাতে জঙ্গলমহল উৎসব হচ্ছে। ঝাড়গ্রাম ননীবালা বিদ্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে জঙ্গলমহল উৎসব। বিভিন্ন সরকারি দপ্তরের স্টলের পাশাপাশি একটি কারিগরি হাট থাকছে। যারা বিভিন্ন হাতের কাজ করেন, শিল্পী রয়েছেন, সেই স্থানীয়দের জিনিস বেচাকেনার জন্যই এই কারিগরি হাট। তিন দিন ধরে মঞ্চে অনুষ্ঠিত হবে বিভিন্ন ধরনের নাচ গানের অনুষ্ঠান।”

জেলাশাসক আরো জানান, “যেহেতু ৯টি জেলাতে জঙ্গলমহল উৎসব হচ্ছে তাই রাজ্যে থেকে সেরকম কোনো শিল্পী থাকছে না। কেবলমাত্র লোকশিল্পীদের উপর জোর দেওয়া হচ্ছে।”

পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতর ও পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্যদের উদ্যোগে প্রত্যেক বছর জঙ্গলমহল রাজ্যস্তরীয় উৎসব ঝাড়গ্রামে হত। এ জন্য কোটি কোটি টাকা খরচ হত। ২০২১ সালে করোনার সময় ৮ দিন ধরে জঙ্গলমহল উৎসব হয়েছিল। সে বার ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও পশ্চিম বর্ধমান এই পাঁচটি জেলার প্রায় দুই হাজার লোকসংস্কৃতি দলের প্রায় ৮ হাজার লোকশিল্পী যোগ দিয়েছিলেন। চাং, রণ-পা, পাতা, পাইক, ভাদু, টুসু, ঝুমুর, সাড়পা, নাটুয়া, বাহা, ভুয়া, ছৌ, ঘোড়া নাচ, বাউল গান সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল। গত বছরও করোনা বিধি মেনে ১৭ থেকে ১৯ জানুয়ারি জঙ্গলমহল উৎসব হয়েছিল। খরচ হয়েছিল প্রায় কোটি টাকা। এ ক’বছর ধরে উৎসব প্রাঙ্গণের কারিগরি হাটে পশ্চিমাঞ্চলের হস্তশিল্পী ও কারুশিল্পীদের তৈরি সামগ্রী বিক্রি হত। লক্ষ লক্ষ টাকার ব্যবসা হত। রাজ্যস্তরের আগে প্রতিটি ব্লকে অনুষ্ঠান হত। কিন্তু এ বার বরাদ্দ কমে যাওয়ায় ব্লকস্তরের অনুষ্ঠানও হবে না। কেবলমাত্র তিন দিন ধরে অনুষ্ঠিত হচ্ছে জঙ্গলমহল উৎসব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *