অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১০ ডিসেম্বর: জঙ্গলমহল কাপের জয়ের ধারা বজায় রাখল সাঁকরাইল ব্লকের কেশিয়াপাতা ইয়ংস্টার ক্লাবের মহিলা ফুটবল টিম। বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলায় অনুষ্ঠিত জঙ্গলমহল কাপের ফাইনালে সেরার শিরোপা ছিনিয়ে নিল তারা। এদিন ঝাড়গ্রামের ঘোড়াধরা স্টেডিয়ামে তাদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিয়েছেন ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অমিত কুমার ভরত রাঠোর। ট্রফি নিয়ে যখন তারা গ্রামে ফিরলেন তখন কেশিয়াপাতা বাসস্ট্যান্ডের কাছে এক উষ্ণ অভ্যর্থনায় ভরিয়ে দিলেন গ্রামবাসীরা। এদিন ধামসা মাদল বাজিয়ে তাদের স্বাগত জানানো হয়। পড়িয়ে দেওয়া হয় ফুলের মালা। এদিন সমস্ত প্লেয়াররা তাদের এই সাফল্যের পুরো কৃতিত্বই দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
কেশিয়াপাতা ফুটবল টিমের কোচ অশোক সিংহ বলেন, আজ জঙ্গলমহলের মহিলাদের খেলার সমস্ত কৃতিত্বই মুখ্যমন্ত্রীর। আমাদের এই ফুটবল দল টানা ২০১৫ থেকে পাঁচ বছর চ্যাম্পিয়ন হয়েছে। তাঁর দাবি তার দলের পাঁচ জন প্লেয়ার কলকাতায় ইস্টবেঙ্গলে, দশজন বিভিন্ন ছোট ক্লাবে খেলছে। কিছু জন সিভিকে কাজ করছে। এ বছর যারা চ্যাম্পিয়ন হয়েছে তারাও বড় কোনও ক্লাবে খেলার সুযোগ পাবে আশা করছি। এরজন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ।