পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৪ জানুয়ারি: লোকসভা নির্বাচন কড়া নাড়ছে দরজায়। আবার আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের প্রতিষ্ঠা। লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি যখন বাড়ি বাড়ি গিয়ে রামকে আঁকড়ে ধরে সাধারণ মানুষকে মন্দির প্রতিষ্ঠা নিয়ে বলছে তখন তৃণমূল রাজ্য সরকারের নানা ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে সাধারণ মানুষের দরবারে হাজির। আজ ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অভিষেক ব্যানার্জির এর নব জোয়ারের আদলে জন সংযোগ যাত্রা শুরু করলো। গত পঞ্চায়েত নির্বাচনে যে সমস্ত বুথগুলিতে তৃণমূল কংগ্রেসের ফল তুলনামূলক খারাপ হয়েছে, সেই বুথগুলিকে বেছে নেওয়া হয়েছে জনসংযোগ যাত্রার জন্য।
উল্লেখযোগ্য যে, প্রায় ৯৭টি বুথে দলের ফল আশানুরূপ হয়নি। এই কর্মসূচির অঙ্গ হিসেবে বাড়ি বাড়ি যাওয়া, রাত্রিবাস, পাড়ায় পাড়ায় সাইকেল র্যালির মাধ্যমে তিন দিনের কর্মসূচি নেওয়া হয়েছে। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ থেকে প্রতিটি বুথে বুথে সাইকেলে করে গিয়ে কথা বলছে সাধারণ মানুষের সঙ্গে দলীয় নেতা ও কর্মীরা। প্রতিটি মানুষের হাতে তৃণমূল সরকারের নানান জনমুখী উন্নয়নমূলক কাজের কথা পুস্তিকা আকারে প্রকাশ করে তা তুলে দেওয়া হয়। এই কর্মসূচিতে ভাল সাড়া পড়েছে, সাধারণ মানুষ তৃণমূলের সঙ্গে আছে বলে জানান ব্লক সভাপতি প্রদীপ কর।
অপর দিকে বিজেপির ঘাটাল সাংগঠিনিক জেলার সভাপতি তন্ময় দাস বলেন, তৃণমূল মানে চোর, এদের কোনো জনসংযোগ করে লাভ নেই, সাধারণ মানুষ এদের আর চাইছে না।

