শান্তি ও উন্নয়নের পথে এগিয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছে জম্মু-কাশ্মীর, উপত্যকায় জাতীয় পতাকা নিয়ে উচ্ছ্বসিত মিছিল নজর কাড়ল

আমাদের ভারত, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উড়েছে জম্মু-কাশ্মীরের আনাচে কানাচে। মোদীর হর ঘর তিরঙ্গায় সাড়া দিয়ে বাড়িতে বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করেছেন উপত্যকা সাধারণ মানুষ। রাস্তায় নেমে পদযাত্রা হয়েছে। এক কথায় ৭৭ তম স্বাধীনতা দিবস এক উচ্ছ্বসিত জম্মু-কাশ্মীর দেখল বলে দাবি করেছেন অনেকে। জম্মু-কাশ্মীরের এই ছবি দেখে উপত্যকা ছন্দে ফিরেছে বলেই দাবি করেছেন
জম্মু-কাশ্মীর লাদাখ হাইকোর্টের প্রধান বিচারপতি এন কোটেশ্বর সিং।

প্রধাধ বিচারপতি সংবাদমাধ্যমকে বলেন, শ্রীনগরে জাতীয় পতাকা নিয়ে পদযাত্রা প্রমাণ করেছে যে স্বাভাবিক অবস্থায় ফিরেছে সমগ্র উপত্যকা। প্রধান বিচারপতি আরও বলেন, শান্তি এবং উন্নয়নের ক্ষেত্রে গত দু’ বছরে কাশ্মীর যে অনেকটা এগিয়েছে তা প্রমাণিত। প্রধান বিচারপতি বলেন, এভাবেই এই সুন্দর জায়গা এবং এখানকার মানুষ এগিয়ে চলুক।

স্বাধীনতা দিবস উপলক্ষে কাশ্মীরের লালচকে পদযাত্রায় অংশ নেন জম্মু-কাশ্মীর এবং লাদাখ হাইকোর্টের প্রধান বিচারপতি। সেখানে তিনি বলেন, আমি মনে করি জম্মু-কাশ্মীরে শান্তি বিরাজ করছে এখন। যে ধরনের কার্যকলাপ চলছে তাতে আমি নিশ্চিত যে আমরা ভালো ভবিষ্যতের দিকে এগোচ্ছি। দেশের স্বাধীনতা উদযাপনে উপত্যকার মানুষ অংশ নিয়েছেন এটা সবার জন্য ভালো ইঙ্গিত।

প্রধান বিচারপতি জানান, এখন উপত্যকায় প্রচুর পর্যটক আছেন। তাদের ভিড় লেগেই আছে। মানুষ ভয়ডর হীন ভাবে জম্মু-কাশ্মীরে ঘুরে বেড়াচ্ছেন। বেড়ানোর শেষে খুশি মনে বাড়ি ফিরছেন।

আগে স্বাধীনতা দিবসের জম্মু-কাশ্মীর মানেই নিরাপত্তার বজ্র আঁটুনি দেখা গেছে। এমনকি স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নেওয়ার ক্ষেত্রেও বহুবিধি নিষেধ থাকতো। সেখানে জাতীয় পতাকা নিয়ে পদযাত্রার কথা ভাবাই যেত না। কিন্তু এবার সেই ছবির বদল চোখে পড়েছে। ২০১৯ সালের আগস্টে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপের পর সেখানে এই ছবি ধরা পড়ল ৭৭তম স্বাধীনতা দিবসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *