নারী পাচার রুখতে জলপাইগুড়ির সমাজ পাড়া মোড়ে পথ নাটক

আমাদের ভারত, জলপাইগুড়ি, ১ ডিসেম্বর: নারী পাচার রুখতে জলপাইগুড়ি শহরের সমাজ পাড়া মোড়ে পথ নাটক করল জলপাইগুড়ির কলাকুশলীরা। বুধবার পথ নাটকের মধ্য দিয়ে নারী ও শিশুরা কিভাবে পাচার হয়ে যাচ্ছে তা তুলে ধরে সচেতন করা হয় শহরবাসীদের। অন্যদিকে জেলার ২২টি চা বাগানে এই ধরণের প্রচার চলবে কয়েকদিন ধরে, দাবি উদ্যোক্তাদের।

স্যোশাল মিডিয়া থেকে শুরু করে ফেসবুক, হোয়াটসঅ্যাপে ভুয়ো ছবি কিংবা সুন্দর ছেলেদের ছবি ব্যবহার করে নারী পাচারের ফাঁদ পাতছেন পাচারকারীরা বলে দাবি। এরপর বিভিন্ন প্রলোভন দেখানো হচ্ছে৷ বিশেষ করে বন্ধ চা বাগানের নারী ও শিশুদের লক্ষ্য করে এই পাচারচক্র সক্রিয় হয়ে উঠছে। সেই প্রলোভনে পা দিয়ে নারীরা পাচার হচ্ছে বিদেশ থেকে শুরু করে ভিন রাজ্যে। চা বাগানের শ্রমিক মহল্লার সচেতনতা বাড়াতে পথ নাটকের আয়োজন করা হয়েছে বলে জানালেন উদ্যোক্তাদের তরফে নির্মাল্য রায়। তিনি বলেন, “বন্ধ বাগানে সচেতনা মূলক প্রচারে জোর দেওয়া হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *