Jalpaiguri, করলা নদীর সংস্কার বিষয়ে বৈঠক জলপাইগুড়ি পুর কর্তৃপক্ষের

আমাদের ভারত, জলপাইগুড়ি, ১০ ডিসেম্বর: জলপাইগুড়ি শহরের বুক চিরে বয়ে যাওয়া করলা নদীর সৌন্দর্যায়ক ও সংস্কার করতে উদ্যোগী হচ্ছে পুরসভা। মঙ্গলবার পুরসভার হল ঘরে জরুরি বৈঠকে নদী সংস্কার ও নাব্যতা ফিরিয়ে আনতে পুর কর্তৃপক্ষ, এমইডি, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, অর্থ বিভাগ জরুরি বৈঠকে বসে। বৈঠকে রাজ্য সরকার করলা নদীকে দূষণ মুক্ত করতে প্রয়াস গ্রহণ করেছে।

শহরের এই করলা নদীতে টেইমস নদীর সঙ্গে তুলনা করা হয়ে থাকে। মোট ৪৮টি নর্দমা দিয়ে করলার দূষিত জল পড়ছে। দূষিত জল পাইপের মাধ্যমে এসটিপির মধ্যে দিয়ে নদীতে পৌঁছোনোর ব্যবস্থা করা হচ্ছে। দূষিত জল যেন করলা নদীতে না পড়ে সেদিকে খেয়াল রাখতে এসটিপি করা হবে। সম্পূর্ণ কাজটা এমইডি দফতরের ইঞ্জিনিয়াররা করবেন। এর জন্য খরচ হবে প্রায় ৫০ কোটি টাকা।

এদিনের বৈঠকের পর পুরপ্রধান পাপিয়া পাল বলেন, “সম্পূর্ণ কাজটার ডিপিআর অথাৎ ডিটেইস প্রজেক্ট রিপোর্ট করা হবে। দ্রুত কাজ শুরু করার অনুমোদন আসবে রাজ্য সরকার থেকে। রাজ্য সরকার যেহেতু করলা নদী সংস্কারের উদ্যোগ নিয়েছে আমরা দ্রুত অনুমোদন পেয়ে যাব আশা রাখছি। সব দফতরকে সঙ্গে নিয়ে নদী সংস্কারের কাজ দ্রুত শুরু হবে।”

এমইডি দফতরের চিফ ইঞ্জিনিয়ার চিত্তরঞ্জন বর্মণ বলেন, “করলা নদীকে দূষণ মুক্ত করতে উদ্যোগ নেওয়া হচ্ছে। এসটিপি’র মাধ্যমে নদী দূষণ মুক্ত করতে হবে, এর জন্য জমির প্রয়োজন। সেগুলো সমীক্ষা করে রাজ্য সরকারের অনুমোদনের জন্য পাঠানো হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *