আমাদের ভারত, জলপাইগুড়ি, ১০ মার্চ: জলপাইগুড়িতে বন্ধ চা নিলাম কেন্দ্র চালু হতে চলছে। ৩১ মার্চ থেকে এই নিলাম কেন্দ্র চালু হবে বলে জানা গিয়েছে। সোমবার চা নিলাম কেন্দ্রে এক কর্মসূচির মধ্যে দিয়ে নিলাম কিভাবে হবে তার মহড়া হল। এদিনের মহড়ায় খুব ভালো সাড়া মিলেছে বলে জানা গিয়েছে।
২০১৪-১৫ সালে চা নিলাম কেন্দ্র বন্ধ হয়ে যায়। প্রায় ১০ বছর পর অবশেষে খুলতে চলেছে জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্র। দীর্ঘদিন পর জলপাইগুড়ির চা শিল্পে খুশির হাওয়া। দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ৩১ মার্চ থেকে ফের চালু হচ্ছে জলপাইগুড়ি চা-নিলাম কেন্দ্র। তার আগে শুরু হলো নিলামের মহড়া। এই খবরে চা-বাগান মালিক, ব্যবসায়ী থেকে শুরু করে ক্ষুদ্র চা-চাষিদের মধ্যে ব্যপক উৎসাহ দেখা দিয়েছে।
এদিনের মহড়া নিলামে একাধিক ক্রেতা-ব্রোকার এজেন্সি যোগ দিয়েছিলেন।
উত্তরবঙ্গের বটেলিফ আসোসিয়েশনের সভাপতি সঞ্জয় ধনোটি বলেন, “সাংসদ সহ সবার চেষ্টায় জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্র চালু হতে চলছে।”
এই বিষয়ে চা পর্ষদের জলপাইগুড়ির উপ অধিকর্তা শবরী চৌধুরী গোয়াইন জানিয়েছেন, জলপাইগুড়ি কেন্দ্রে নিলাম চালু হওয়া নিয়ে তাঁরা আশাবাদী।”