আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৯ ডিসেম্বর: শীতের রাতে জাতীয় সড়কে ঘন কুয়াশার জেরে পথ দুর্ঘটনার সম্ভবনা বাড়ছে। ট্রাক ও ছোট গাড়ি চালকদের দাঁড় করিয়ে জাতীয় সড়কে সচেতন করার উদ্যোগ নিল জলপাইগুড়ি সদর ট্র্যাফিক পুলিশ। সঙ্গে ছিলেন হাইওয়ে ট্র্যাফিক পুলিশও।

শহর সংলগ্ন তিস্তা সেতু এলাকার জাতীয় সড়কে সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়। বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়াদের এই সচেতনতামূলক প্রচারে কাজে লাগানো হয়। গাড়ি চালকদের সচেতন করতে পড়ুয়াদের হাতে ব্যানার তুলে দিয়েছিল। সেই ব্যানারে সচেতনতামূলক প্রচার করা হয়। জাতীয় সড়কে যাতায়াতকারী ছোট ও বড় গাড়ির চালকদের সিট বেল্ট ব্যবহার করতে বলা হল পুলিশের তরফে।

উপস্থিত ছিলেন, হাইওয়ে ট্রাফিক ওসি সুজিত মিত্র। সদর ট্রাফিক ওসি বাপ্পা সাহা বলেন, “শীতের সময় দুর্ঘটনায় সম্ভবনা বাড়ে রাস্তায় কুয়াশার কারণে। এই কারণে সচেতনতা প্রচার চলছে। পড়ুয়ারা সচেতন প্রচারে এগিয়ে এসেছে। সাধারণ মানুষ ট্রাফিক আইন মেনে চলুক এই বার্তা দেওয়া হচ্ছে।”

