জলপাইগুড়ি সদর হাসপাতাল ও মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে চালু হল ২৪ সজ্জার এইচডিইউ ইউনিট

আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৯ জানুয়ারি: জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের অধীনে থাকা সদর হাসপাতালে ২৪ সজ্জার নতুন এইচডিইউ HDU (হাইব্রিড ক্রিটিক্যাল কেয়ার ইউনিট) চালু করা হল। সদর হাসপাতালের পাশাপাশি মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালেও চালু করা হলো ২৪ সজ্জার এই হাইব্রিড ক্রিটিক্যাল কেয়ার ইউনিট। যার মাধ্যমে সাধারণ রোগীরা চিকিৎসা পরিসেবা পাবে৷

বৃহস্পতিবার হাসিমারা সুভাষীনি চা বাগানে মুখ্যমন্ত্রীর হাত দিয়ে এই ইউনিটের উদ্ধোধন করা হয়। এর পরেই এ দিন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অশীম হালদার, এমএসভিপি কল্যাণ খাঁ সহ অন্যান্য আধিকারিকরা সদর হাসপাতালের এইচডিইউ ইউনিট পরির্দশন করেন৷ সঙ্গে ফিতে কেটে উদ্বোধন করেন এই ইউনিটের। এখন থেকে সদর হাসপাতালে আসা রোগীরা এই অত্যাধুনিক পরিসেবা পাবে বলে জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অশীম হালদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *