কুরবানির ছবি কোনও মতেই ভাইরাল করা যাবে না, বৈঠকে জানালেন জলপাইগুড়ির পুলিশ কর্তারা

আমাদের ভারত, জলপাইগুড়ি, ৩ জুন: ১০ জুলাই মুসলিম ধর্মাবলীদের ত্যাগের উৎসব কুরবানি ঈদ। ঈদকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজার রাখার বার্তা দিয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার অন্তর্গত মসজিদ কমিটি ও ইমামদের সঙ্গে বৈঠকে বসল পুলিশ কর্তারা। বৃহস্পতিবার থানা চত্বরে বৈঠক হয়।

সকলকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজার রাখতে হবে বলে এই বৈঠক থেকে পুলিশ কড়া বার্তা দিয়েছে৷ কুরবানির ছবি কোনও মতেই ভাইরাল করা যাবে না, এব্যাপারে সুপ্রিম কোর্টের নির্দেশ জানিয়ে দেওয়া হয়েছে। ঘেরা জায়গায় কুরবানি দিয়ে অবশিষ্ট অংশ মাটির গভীরে পুঁতে দিতে হবে। মুসলিম ধর্মাবলী মানুষরা সব নিয়ম মেনে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে ইদ পালন করবেন বলে শপথ নিয়েছেন।

জলপাইগুড়ি ইমাম মহাজিন চেয়ারম্যান মহম্মদ আফসার আলী বলেন, “আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজার রেখে ত্যাগের উৎসব কুরবানি ঈদ পালন করব৷ তবে আমাদের এই হাজার হাজার বছরে ধর্মীয় নিয়ম কেনন্দ্রীয় সরকার বন্ধ করতে চাইছে, তাকে ধিক্কার জানাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *