POCSO Court, Jalpaiguri, কিশোরীকে ধ*র্ষণের ঘটনায় যুবকের কুড়ি বছরের কারাদণ্ড, নির্দেশ জলপাইগুড়ি জেলা বিশেষ পকসো আদালতের

আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৪ এপ্রিল: নাবালিকাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবককে কুড়ি বছরের কারাদণ্ডের নির্দেশ দিল জলপাইগুড়ি জেলা আদালতের বিশেষ পকসো কোর্ট। বৃহস্পতিবার অভিযুক্ত যুবককে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের পাশাপাশি জরিমানা করলো আদালত।

২০২২ সালের ২৭ সেপ্টেম্বর ভক্তিনগর থানায় এক নাবালিকার পরিবার অভিযোগ জানায়৷ অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে এক যুবককে পকসো মামলায় গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর থেকে অভিযুক্ত জেল হেফাজতে ছিল। নাবালিকার পরিবারের দাবি, ওই নাবালিকার মা ও বাবা নেই। সেই কারণে দাদু-দিদার সঙ্গে দুই নাবালিকা বোন থাকত। দাদু ও দিদা কাজের সন্ধানে বাইরে যেতেন দুই বোনকে বাড়িতে রেখে। ঘটনার দিনও দুই নাবালিকা বোনকে বাড়িতে রেখে বাইরে গিয়েছিলেন দাদু ও দিদা৷ এই সুযোগে পড়শি যুবক পাঁচ বছরের নাবালিকাকে ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। নাবালিকার দিদি তার বোনকে সেখান থেকে বাড়িতে নিয়ে এসেছিল। সেদিনই এক বাড়ির অনুষ্ঠানে গিয়ে দুই বোন ভয়ে জড়োসড়ো হয়ে ছিল। এরপরেই ঘটনা প্রকাশ্যে আসলে পরের দিন ভক্তিনগর থানায় অভিযোগ জানায় পরিবার।

সহকারি সরকারি আইনজীবী দেবাশিস দত্ত বলেন, “বিশেষ পকসো কোর্টের বিচারক রিন্টু সুর দুই পক্ষের সওয়াল-জবাব শোনার পর অভিযুক্ত যুবককে কুড়ি বছরের কারাদণ্ড। ৫০ হাজার টাকা জরিমানা, অদানায়ে আরও দুই মাসের কারাদণ্ড ঘোষণা করেন। এই মামলায় মোট সাত জনের সাক্ষ্যগ্রহণ করে আদালত। নাবালিকার দিদি গোপন জবানবন্দি দিয়েছে। নাবালিকাকে পাঁচ লক্ষ টাকা দিতে বলা হয়েছে জেলা লিগাল সার্ভিস অথরিটিকে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *