আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৪ সেপ্টেম্বর: নৃত্য শিল্পীদের প্রতিভাকে তুলে ধরতে এক অনুষ্ঠানের আয়োজন করল জলপাইগুড়ি সংগীত শিল্পী সংগঠন কল্পদ্বীপ। বিখ্যাত শিল্পীদের উপস্থিতিতে শহরের রবীন্দ্রভবনে ২৭ ও ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। শনিবার সাংবাদিক বৈঠক করে কল্পদ্বীপের পক্ষ থেকে তা জানানো হল। ক্লাসিক্যাল ডান্স ও মিউজিকের উপরে চলবে অনুষ্ঠান। এবছর সপ্তমবর্ষে পড়ল তাদের বার্ষিক অনুষ্ঠান।
অন্যদিকে পড়ুয়াদের নিখুঁত হাতের কাজের ও ছবি প্রদর্শনী অনুষ্ঠান করা হচ্ছে রবীন্দ্রভবন প্রাঙ্গনে। এ দিনের সাংবাদিক বৈঠকে কল্পদ্বীপের সম্পাদিকা পম্পি পাল বলেন, “আমাদের উদ্দেশ্য শিল্পীদের প্রতিভাকে তুলে ধরা। অনুষ্ঠানে বিখ্যাত শিল্পী রতিকান্ত মহাপাত্র, রাজশ্রী প্রভুরাজ সহ একাধিক বিখ্যাত শিল্পীরা থাকবেন৷ অন্যদিকে যুব সমাজের আগ্রহ বাড়তে একটি সেমিনারের আয়োজন করা হচ্ছে। আনন্দ চন্দ ট্রেনিং কলেজের সহযোগিতায় ২৮ সেপ্টেম্বর কলেজে সেমিনারের আয়োজন করা হচ্ছে।
এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন কল্পদ্বীপের সম্পাদিকা তথা ওডিসি নৃত্য শিল্পী পম্পি পাল, ঝিনুক রায় চক্রবর্তী (মনিপুরী নৃত্যশিল্পী), সেতার বাদক শুভব্রত দে সদস্যরা নীধি সিংহ।