আমাদের ভারত, জলপাইগুড়ি, ১২ সেপ্টেম্বর: জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের রোগী পরিষেবা আরও ভালো করতে আমন্ত্রণ মূলক সদস্য গ্রহণের সিদ্ধান্ত নিলেন মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। জলপাইগুড়িতে মেডিক্যাল কলেজ তৈরির পর আজ মঙ্গলবার প্রথম রোগী কল্যাণ সমিতির প্রথম বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির বিধায়ক তথা রোগী কল্যাণ সমিতির সদ্য দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান ডা: প্রদীপ কুমার বর্মা, মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল সহ মেডিক্যাল কলেজের চিকিৎসকরা। রোগী পরিবেষা আরও কিভাবে ভালো দেওয়া যায় সেদিকে জোর দেওয়া হয়েছে।
এদিন প্রথম বৈঠকে বিভিন্ন সমস্যা উঠে এসেছে। যেমন একাধিক রোগীকে হাসপাতালে ভর্তি করার পর অভিভাবকদের দেখা যাচ্ছে না। দিনের পর দিন সেই রোগী হাসপাতালে থাকছে। কিছু মানসিক রোগী ভর্তি রয়েছেন দীর্ঘদিন থেকে। এই ধরণের বিভিন্ন সমস্যা ও রোগীদের হয়রানি রুখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোগী কল্যাণ সমিতির পুরো কমিটি গঠন করা হচ্ছে।

বিধায়ক তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডা: প্রদীপ কুমার বর্মা জানান, এটিই মেডিক্যাল কলেজের প্রথম রোগী কল্যাণ সমিতির বৈঠক হল। রোগী পরিষেবা আরও উন্নত করতে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট কয়েকজনকে আমন্ত্রন মূলক সদস্য করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এরপরেই বিভিন্ন সমস্যার সমাধান করা হবে।”

