প্রাথমিক বিদ্যালয়ের রাজ্য ক্রীড়া প্রতিযোগিতায় শাসক দল ও প্রশাসন মিলেমিশে একাকার, অভিযোগ জলপাইগুড়ি বাম শিক্ষক সংগঠনের

আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৫ ফেব্রুয়ারি: প্রাথমিক বিদ্যালয়ের রাজ্য ক্রীড়া প্রতিযোগিতায় শাসক দল ও প্রশাসন মিলেমিশে একাকার, অভিযোগ জলপাইগুড়ি বাম শিক্ষক সংগঠনের। ধর্মীয় অনুষ্ঠান জল্পেশের শিবরাত্রি মেলা ও হুজুর সাহেব মেলার দিন ১৮ ফেব্রুয়ারি রাজ্য প্রতিযোগিতা শুরু হতে চলছে জলপাইগুড়ি বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনে। প্রচুর মানুষের যাতায়াতের কারণে যানজট সমস্যায় সকলের অসুবিধা হতে পারে, বুধবার সাংবাদিক বৈঠক করে এমনটাই আতঙ্ক প্রকাশ করল বাম গণতান্ত্রিক শিক্ষক শিক্ষাকর্মী সমূহের যৌথ মঞ্চের শিক্ষক নেতারা।

অন্যদিকে এক সময় বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনে কোভিড হাসপাতাল করা হয়। এখন হাসপাতাল বন্ধ, এই কারণে শিশুদের সেখানে থাকার ব্যবস্থা করা হয়েছে। ১৮ ও ১৯ ফেব্রুয়ারি রাজ্য ক্রীড়া প্রতিযোগিতা হতে চলছে জলপাইগুড়ি শহরে। প্রায় বারোশো পড়ুয়া এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

এবিপিটিএ’র তরফে বিপ্লব ঝাঁ বলেন, “রাজ্য ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে, যেখানে শাসক দল ও প্রশাসন মিলেমিশে একাকার হয়ে গেছে। আমাদের গুরুত্ব দেওয়া হচ্ছে না। শিবরাত্রি ও জল্পেশ মেলার দিন খেলা। অন্যদিকে যেখানে শিশুদের রাখা হচ্ছে সেখানে এক সময় কোভিড হাসপাতাল ছিল। মৃতদেহ পড়ে থাকতো। সব বিষয় রাজ্য প্রাথমিক ক্রীড়া পার্ষদে ডেপুটি ডাইরেক্টকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *