আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৭ জুলাই: জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ২১ বছরের এক যুবকের অস্ত্রোপচার হয়। এরপরেই প্রয়োজন হয় রোগীর “এবি” নেগেটিভ রক্তের। জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে নির্দিষ্ট গ্রুপের রক্ত না থাকায় বিপাকে পড়েন রোগীর পরিজনরা। এরপরেই স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে রক্তের জোগাড় করতে সমাজ মাধ্যমে প্রচার চালানো হয়। সেই প্রচারে সাড়া দিয়ে “এবি” নেগেটিভ রক্ত দিতে এগিয়ে এলেন হাসপাতালে কর্মরত নার্স স্টাফ।
রবিবার ব্লাড ব্যাঙ্কে এসে নার্স স্টাফ তৃষ্ণা সূত্রধর এগিয়ে এলেন রক্তদানে। জীবনে প্রথম রক্ত দিয়ে রোগীর সুস্থতা কামনা করলেন তৃষ্ণা। তিনি বলেন, “রোগীর পরিবারের থেকে শুনলাম ২১ বছরের একটি ছেলের খাদ্যনালীতে সমস্যা থাকায় অস্ত্রোপচার হয়েছে। পেটে ইনফেকশন ছড়িয়েছে। “এবি” নেগেটিভ রক্তের দরকার। এই গ্রুপের রক্ত পাওয়া খুবই চাপের। খবর পেয়ে রক্ত দিতে এগিয়ে এলাম। এই ধরণের উদ্যোগ সবার নেওয়া উচিত, কারণ কার কখন রক্তের প্রয়োজন হয় সেটা তো বলা যায় না।”
এদিকে স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে পম্পা সূত্রধর বলেন, “গতকাল “এবি” নেগেটিভ রক্তের জোগাড় করেও পাওয়া যায়নি। রাতে নার্সিং স্টাফ আমার সঙ্গে যোগাযোগ করলে আজকে রক্ত দিলেন।”
রোগীর পরিজন বাপী ঘোষ বলেন, “আমার রোগী ভর্তি হয়েছিলেন। রক্তের দরকার ছিল। অনেক কষ্টে শেষমেশ রক্ত মিললো। ভাল লাগলো।”