আমাদের ভারত, জলপাইগুড়ি, ৩ ফেব্রুয়ারি: জলপাইগুড়ি হর্টিকালচার অ্যাসোশিয়েশন উদ্যোগে এবং জলপাইগুড়ি লায়ন্স ক্লাবের সহযোগিতায় শুক্রবার থেকে শুরু হল পুষ্প প্রদর্শনী। শহরের মাদ্রাসা মাঠে এই প্রদর্শনী চলবে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এ দিন এই মেলার উদ্বোধন করেন এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। উপস্থিত ছিলেন ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুব্রত পাল সহ উদ্যোক্তারা।
উদ্যোগতাদের তরফে জানানো হয়েছে, গত ৩৯ বছর থেকে জলপাইগুড়িতে সরকারি উদ্যোগে পুষ্প প্রদর্শনী করা হয়ে আসছে। কিন্তু কোনো এক কারণে এবছর থেকে তা বন্ধ হয়ে গেছে। কিন্তু শহর বা শহরতলীর আশেপাশের পুষ্প প্রেমী মানুষরা চাইছেন এই উদ্যোগগুলি যেন বন্ধ না হয়ে যায়, সেই কারণেই তারা এই প্রদর্শনীর আয়োজন করেছেন। পুষ্প প্রদর্শনীর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছেন উদ্যোক্তাদের তরফে। এদিনের মঞ্চ থেকে পুষ্প প্রদর্শনীতে দু’জনকে পুরস্কৃত করা হয়।
জলপাইগুড়ি হর্টিকালচার অ্যাসোসিয়েশন কার্যকরী সভাপতি অমিত সাহা বলেন, তাদের এই উদ্যোগ শহরের মানুষের মনে দাগ কেটেছে। সেই দিক থেকে প্রথমবারেই তারা সাফল হয়েছেন। জলপাইগুড়ি জেলা ছাড়াও পাশের জেলাগুলি থেকে পুষ্প প্রেমীরা এসেছেন তাদের ফুল নিয়ে। এছাড়া যারা নার্সারি করেন তারাও স্টল নিয়েছেন। আগামীতে আরো বড় করে এই প্রদর্শনীর আয়োজন করা হবে বলে জানান তিনি। এছাড়াও অমিত বাবু জানান, তাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জলপাইগুড়ি শহরকে ফুলের গাছ দিয়ে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সারা বছর যে সমস্ত ফুলের গাছ থাকে সেগুলিকেই লাগানো হবে। এর জন্য তারা জায়গাও চিহ্নিত করেছেন।
অন্যদিকে সৈরভ চক্রবর্তী অ্যাসোসিয়েশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এই ধরনের কাজ হওয়া উচিৎ বলে জানান তিনি।

