আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৯ সেপ্টেম্বর: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে আন্দোলনে নামতে চলেছে জলপাইগুড়ি জেলা যুব তৃণমূল। সোমবার শহরের বাবু পাড়ার এক ভবনে যুব তৃণমূলের জেলা কমিটির প্রস্তুতি সভা থেকে এমনটাই হুঁশিয়ারি দিলেন যুব তৃণমূলের জেলা সভাপতি সৈকত চট্টোপাধ্যায়। পঞ্চায়েত ভোটকে সামনে রেখে যুব তৃণমূলের নতুন কমিটি করা হচ্ছে। সেই কমিটিতে ৪০ জন থাকবেন৷ তবে যুব তৃণমূলের বয়স ৪০ বেঁধে দেওয়া হয়েছে। নতুন কিছু নেতাদের নতুন কমিটিতে রাখা হচ্ছে।
সৈকত চট্টোপাধ্যায় বলেন, “প্রত্যেক ব্লকে ব্লকে আন্দোলন চলবে, রাজ্যের নির্দেশের অপেক্ষায় রয়েছি”।
অন্যদিকে শুভেন্দু অধিকারী দ্বিতীয়বার জলপাইগুড়িতে এলে এবার পোস্টার নয়, জুতোর মালা পরানো হবে। শুধু তাই নয় আন্দোলনের জেরে বিজেপির কার্যালয় খোলা বন্ধ হয়ে যাবে। এই শুভেন্দু চোর ডাকাত এটা রাহুল সিংহা বলেছিলেন। নারদার টাকা কোথায় সেই প্রশ্ন তুললেন সৈকত চট্টোপাধ্যায়।”