কিশোরীকে নির্যাতন, আসামিকে দশ বছরের কারাদন্ডের নির্দেশ জলপাইগুড়ি জেলা পসকো আদালতের বিচারকের

আমাদের ভারত, জলপাইগুড়ি, ২১ ডিসেম্বর:কিশোরীকে যৌন নির্যাতনের দায়ে আসামিকে দশ বছরের সশ্রম কারাদন্ডের নির্দেশ দিল জলপাইগুড়ি জেলা পসকো আদালতের বিচারক। বৃহস্পতিবার বিচারক ইন্দিবর ত্রিপাঠী এই সাজা ঘোষণা করেন বলে জানান স্পেশাল সরকারি আইনজীবী দেবাশিস দত্ত। তিনি বলেন,”ঘটনায় দশজন সাক্ষী দিয়েছেন। দশ বছরের কারাদন্ডের পাশাপাশি অভিযুক্তকে কুড়ি হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ছয় মাসের সাজার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে ওই নাবালিকাকে দু’ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে লিগ্যাল সার্ভিস কর্তৃপক্ষকে।”

উল্লেখ্য, ১০ সেপ্টেম্বর ২০১৬ সালে জলপাইগুড়ি সদর ব্লকের এক চা বাগানে ওই নাবালিকাকে যৌন নির্যতন করার অভিযোগ উঠে। ওই নাবালিকার বাড়িতে কেউ ছিল না, আর এই সুযোগকে কাজে লাগিয়ে পড়শি এক যুবক তাকে জোর করে বাড়ির পাশের ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে যৌন নির্যাতন করে বলে অভিযোগ। অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। তারপর থেকে অভিযুক্ত যুবক জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনারে ছিল। এ দিন অভিযুক্তের সাজা ঘোষণা হওয়ায় খুশি নাবালিকার পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *