জলপাইগুড়ি জেলা মৎস্য দপ্তরের পক্ষ থেকে জলের ট্যাঙ্ক যুক্ত ভ্রাম্যমান গাড়ি তুলে দেওয়া হলো মৎস্য চাষির হাতে

আমাদের ভারত, জলপাইগুড়ি, ৩ মার্চ: মাছের জন্য এবার আর আপনাকে বাজারে যেতে হবে না। জলের ট্যাঙ্ক যুক্ত চার চাকার গাড়িতে জ্যান্ত মাছ এবার আপনার বাড়িতেই পৌছে দেওয়া হবে। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা ও বঙ্গ মৎস্য যোজনার মাধ্যমে জলপাইগুড়ির ময়নাগুড়ি এলাকার ভোটপাট্টির বাসিন্দা এক মৎস্য চাষি এমনই উদ্যোগ নিয়েছেন। জেলা মৎস্য দপ্তরের বক্তব্য, এই ধরনের উদ্যোগ কেবল জলপাইগুড়ি জেলাতেই নয়, রাজ্যে প্রথম। শুক্রবার জলপাইগুড়ির জেলা শাসকের দপ্তরে একটি অনুষ্ঠানের মাধ্যমে জেলা মৎস্য দপ্তরের পক্ষ থেকে জলের ট্যাঙ্ক যুক্ত ওই ভ্রাম্যমান গাড়ি তুলে দেওয়া হয় এই মৎস্য চাষির হাতে। একই সাথে আইস বক্স সহযোগে তিনটি মোটর সাইকেল এবং একটি টোটো তুলে দেওয়া হয়েছে কিছু মৎস্য চাষিদের হাতে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা, জেলা মৎস্য দপ্তরের এডিএফও সুমন সাহা সহ অন্যান্য আধিকারিকেরা। ভোটপাট্টি মৎস্য চাষি কেয়া রায়ের পরিবারের সদস্য কৌশিক রায় বলেন, বাড়িতে পুকুর আছে ২৫ বিঘা জমিতে। মাছের পোনা তৈরি থেকে মাছ বড় করে বাজারে বিক্রির পুরোটাই তারা করে থাকেন। রুই, কাতল ছাড়াও পাবদা, ট্যাংড়া, সহ বিভিন্ন প্রজাতির মাছ রাখা হবে। ওই জ্যান্ত মাছ বাড়ি বাড়ি পৌছে দেওয়ার ক্ষেত্রে এই গাড়ি অনেকটাই সহযোগী হবে বিশেষ করে যারা বরফের মাছ থেকে জ্যান্ত মাছ খেতে পছন্দ করেন।

এদিকে জলপাইগুড়ির জেলা শাসক মৌমিতা গোদারা বলেন, এই গাড়ি ফিস ভেন্ডিং হিসেবে ব্যবহার হবে যাতে জ্যান্ত মাছ বিক্রি করা সম্ভব হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *