আমাদের ভারত, জলপাইগুড়ি, ৫ মার্চ: এক নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এক বৃদ্ধের ২০ বছরের কারাদণ্ড ঘোষণা করল জলপাইগুড়ি জেলা আদালত। অভিযুক্ত বৃদ্ধকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে জলপাইগুড়ি বিশেষ পকসো আদালতের বিচারক রিন্টু সুর ও সহকারি সরকারি আইনজীবী দেবাশিস দত্ত।
কারাদণ্ডের পাশাপাশি ওই ব্যক্তিট ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই মাসের কারাদন্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। পাশাপাশি ওই নাবালিকাকে ৪ লক্ষ টাকা ডিস্ট্রিক লিগ্যাল সার্ভিস অথরিটিকে দেওয়াদ নির্দেশ দিয়েছেন বিচারক।
সহকারি সরকারি আইনজীবী দেবাশিষ দত্ত বলেন, ঘটনাটি ঘটেছিল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ভক্তিনগর থানা এলাকায়। ২০২৪ সালের ১২ জুন নির্যাতিতার মা ভক্তিনগর থানায় এসে অভিযোগ করেছিলেন ধর্ষণের। অভিযোগ করার ১০-১২ দিন আগে মেয়ে যখন একা ছিল এবং নাবালিকার ঠাকুমা গরু নিয়ে মাঠে গিয়েছিল। প্রতিবেশী বৃদ্ধ নাবালিকাকে এলাকায় একটি গলির মধ্যে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে এবং তাকে ভয় দেখায়, এই ঘটনাটি যাতে কাউকে না বলা হয়।
ওই বৃদ্ধের বিরুদ্ধে আরও এক নাবালিকাকে নির্মীয়মান বাড়িতে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছিল। এরপর মেয়েটি তার মাকে বিষয়টি জানায়। এই মামলায় ৯ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।