স্ত্রীকে কুপিয়ে করেছিল ভয়ঙ্কর কান্ড, ১৪ বছর পর সাজা ঘোষণা করল জলপাইগুড়ি জেলা আদালত

আমাদের ভারত, জলপাইগুড়ি, ২২ ডিসেম্বর: স্ত্রী’কে কুপিয়ে খুন করায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল জলপাইগুড়ি জেলা আদালত। এই মামলায় নাবালক সন্তান সহ মোট ২২জন সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়। বৃহস্পতিবার জেলা আদালতের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট এন্ড সেসন জজ 1st fast track court এর বিচারক সাজা ঘোষণা করেন৷

জানাগেছে, ১৭ মে ২০০৮ সালে ধুপগুড়ির থানায় বিমল চন্দ্র দাস অভিযোগ করেন তাঁর মেয়ে রীতা দাসকে তার স্বামী গোবিন্দ চন্দ্র দাস কুপিয়ে খুন করে গভীর রাতে। ঘর থেকে রীতার মৃতদেহ উদ্ধার করে পুলিশ অভিযুক্ত স্বামী গোবিন্দকে গ্রেফতার করে। পাশের ঘরে নাবালক সন্তান ছিল। এতদিন বিচারাধীন বন্দি হয়ে জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারে ছিলেন গোবিন্দ। এই মামলায় দোষী সাব্যস্ত হয় অভিযুক্ত। খুনের মামলার পাশাপাশি বধু নির্যাতনের অভিযোগ রয়েছে।

সরকার পক্ষের আইনজীবী প্রতীক লাল ঝা বলেন, “নাবালক সন্তান সাক্ষী দিয়েছিল খুনের ঘটনায়। মোট ২২ জন সাক্ষী ছিল। এ দিন মহামান্য বিচারক যাবজ্জীবন সাজা ঘোষণা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *