আমাদের ভারত, জলপাইগুড়ি, ৩ সেপ্টেম্বর: বালি তোলার সঙ্গে সরাসরি যুক্ত তৃণমূল নেতা ও পুলিশ এমনটাই অভিযোগ তুলল জলপাইগুড়ি জেলা বিজেপি। শনিবার জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে বেআইনিভাবে বালি পাচারের ভিডিয়ো প্রকাশ করা হল। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করিনি আমরা।
এদিকে পাল্টা তৃণমূলের অভিযোগ, কবেকার ভিডিয়ো তা নিয়ে ধন্দ রয়েছে। সেখানে তৃণমূলের কাউকে দেখা যায়নি বিজেপি এরপর বুলেরাং হবে।
জলপাইগুড়ি জেলার ডুয়ার্স থেকে শুরু করে রাজগঞ্জের বিভিন্ন নদী থেকে বালি চুরি হচ্ছে বলে অভিযোগ দীর্ঘদিনের। এ দিন বিজেপি জেলা সভাপতি বাপী গোস্বামী সাংবাদিক বৈঠক করে বলেন, “সূর্য অস্ত গেলেই তৃণমূলের নেতা ও পুলিশ দাঁড়িয়ে থেকে বালি তোলার কাজে যুক্ত হচ্ছেন। সেই টাকা ব্লক স্তর থেকে জেলা স্তর হয়ে রাজ্য স্তরে পৌঁছে যাচ্ছে। সব জায়গায় তৃণমূল নেতারা যুক্ত। রানীনগর ও জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে কাজ হচ্ছে চুরির বালি দিয়ে। তদন্তের দাবি জানাই। জায়গা মত নেতাদের নাম তুলে দেওয়া হচ্ছে।”
যদিও যুব তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভাপতি সৈকত চট্টোপাধ্যায় বলেন, “যে ভিডিয়ো দেখানো হচ্ছে সেই ভিডিয়ো কত দিন আগেকার সেটা জানাতে হবে৷ তৃণমূল নেতা যদি এমনটা করে দল বহিস্কার করবে। বিজেপির ক্ষমতা যেদিন থাকবে না সেদিন অমিত শাহ জেলে থাকবে যারা প্রেস মিট করছেন তাদের সাধারণ মানুষ জবাব দেবে।”